‘ছেলেদের পথ সঠিক, ছেলে যা বলবে তাই হবে’, সাফ কথা শিশিরের

শিশিরবাবু (Sisir Adhikari) বলেই দিলেন, "ছেলে যা বলবে তাই হবে, ছেলে যা সিদ্ধান্ত নেবে তাই হবে। ছেলেদের পথ সঠিক পথ।"

'ছেলেদের পথ সঠিক, ছেলে যা বলবে তাই হবে', সাফ কথা শিশিরের
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Mar 13, 2021 | 8:43 PM

কলকাতা: সঠিক সময়ের অপেক্ষা মাত্র। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) যেদিন ডাক দেবেন, সেদিনই পদ্ম পতাকা (BJP) হাতে তুলে নেবেন শিশির অধিকারী (Sisir Adhikari)। শনিবার দ্বর্থ্যহীন ভঙ্গিতে এই বিষয়টি সাফ করে দিয়েছেন কাঁথির তৃণমূল (TMC) সাংসদ। তাঁর পরিষ্কার কথা, “ছেলে যা ডিসিশন নেবে তাই হবে।”

বর্তমান দলের প্রতি যে তাঁর মোহ কেটে গিয়েছে, সেটা মাসখানেক আগেই সাফ করে দেন শিশিরবাবু। নিজে তৃণমূলে থাকলেও নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়ে ছেলে শুভেন্দুকেই সমর্থন দেবেন বলে জানান। নন্দীগ্রামে ফের জয়লাভ করে শুভেন্দুই বিজেপি সরকার তৈরির অন্যতম কারিগর হবেন, এমন আশাও প্রকাশ করতে শোনা গিয়েছিল তাঁকে। এ দিন শিশিরবাবু বলেই দিলেন, “ছেলে যা বলবে তাই হবে, ছেলে যা সিদ্ধান্ত নেবে তাই হবে। ছেলেদের পথ সঠিক পথ।”

বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের আগের কাঁথিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভাতেই কি শিশির অধিকারীও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন? শিশিরবাবুর জবাব, “ছেলেরা প্রধানমন্ত্রীর সভায় যেতে বললে যাব।” শনিবার দুপুরে ‘শান্তিকুঞ্জে’ গিয়ে দুপুরের খাবার খেয়ে শিশিরের বিজেপি যোগের জল্পনা আরও উস্কে দিয়েছেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। যদিও লকেট ও শিশির উভয়েই এই সাক্ষাৎ অরাজনৈতিক এবং সৌজন্যমূলক বলে দাবি করেছেন।

অন্যদিকে লকেটও এ দিন অধিকারীদের বাড়ি থেকে বেরিয়ে বলেন, “মাছ-ভাত খেয়েছি। শুক্তো খেয়েছি। খুব সুন্দর করে খাওয়ালেন ওনারা।” সৌজন্যের বাইরেও কি কিছু আলোচনা হয়েছে? লকেটের ইঙ্গিতপূর্ণ মন্তব্য জবাব, “শুভেন্দুদা মেদিনীপুরের ভূমিপুত্র। বাবা সবসময় ছেলের পাশে থাকেন, ছেলে বাবার পাশে থাকেন। এটাই তো হওয়া উচিত।”

আরও পড়ুন: লকেটকে সামনে বসিয়ে মাছ-ভাত খাওয়ালেন শিশির, পান সেজে দিলেন শুভেন্দুর মা

শিশিরবাবুও বলেন, “ছেলেরা বলেছে তাই তিনি এসেছেন। এই সাক্ষাৎ পুরোপুরিই সৌজন্যমূলক।” আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাঁথির সভাতে কি তাঁকে যেতে পারে? সেই সিদ্ধান্তও তিনি ন্যস্ত করেছেন শুভেন্দু অধিকারীর উপর। ফলে একটা বিষয় সাফ হয়ে গিয়েছে, ছেলের দেখানো পথেই হাঁটবেন বাবা। আর শিশিরও যদি বিজেপিতে যোগ দেন, সেক্ষেত্রে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীও পিছিয়ে থাকবেন না। তিনিও যে একই পথের শরিক হতে পারেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সুতরাং, বিধানসভা নির্বাচনের আগেই যদি তৃণমূল আরও দুই সাংসদ হারায় তবে অবাক হতে হবে না।

অন্যদিকে এই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্য, “আমি আশা করব শিশিরবাবু দলবদল করবেন না। তাতে ওঁর মর্যাদা থাকবে। এই বয়সে দলবদল করেও বা কী হবে।”

আরও পড়ুন: মমতাকাণ্ডে দিলীপ ঘোষেরা আরও সংবেদনশীল হন, সতর্ক করলেন শাহ-নাড্ডার