North Dinajpur: জমি নিয়ে ঝামেলায় গেল প্রাণ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরও ২, রণক্ষেত্র কালিয়াগঞ্জ
North Dinajpur: অভিযোগ, বাঁশ-লাঠির পাশাপাশি ধারল অস্ত্র নিয়ে সরল রায়-সহ তাঁর পরিবারের সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় সরল-সহ আরও তিনজনকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
কালিয়াগঞ্জ: জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝামেলা চলছিল দীর্ঘদিন থেকে। কিন্তু, তার পরিণতি যে একেবারে মৃত্যুতে গিয়ে ঠেকবে তা টের পায়নি কেউই। চাঞ্চল্যকর ঘটনা উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার রাধিকাপুরের জগদলা গ্রামে। সূত্রের খবর, গ্রামের বাসিন্দা পেশায় কৃষক সরল রায়ের (৪২) সঙ্গে ঝামেলা হয় তার কিছু প্রতিবেশীর সঙ্গে। তারমধ্যেই বিএলআরও অফিসে জমি জট ছাড়াতে গেলে এলাকার বাসিন্দা আশারাম রায়, জগদীশ রায়, বিষ্ণু রায়ের লোকজনের বিরুদ্ধে অভিযোগ সরল রায় সহ আরও কয়েকজনকে মারধরের অভিযোগ ওঠে।
অভিযোগ, বাঁশ-লাঠির পাশাপাশি ধারল অস্ত্র নিয়ে সরল রায়-সহ তাঁর পরিবারের সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় সরল-সহ আরও তিনজনকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। কিন্তু, বাঁচানো যায়নি সরল রায়কে। শুক্রবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়।
খবর চাউর হতেই তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে গ্রামে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। পরবর্তীতে মোট ১৮ জনের বিরুদ্ধে সরল রায়ের পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই তাঁদের মধ্যে দুজনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে।