Panchayat Election 2023 Result: ইসলামপুরে বিজয় মিছিল থেকে চলল ছররা গুলি, অশান্তি শুরু?

Uttar Dinajpur: আহতকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে টহল শুরু করে বিশাল পুলিশবাহিনী।

Panchayat Election 2023 Result: ইসলামপুরে বিজয় মিছিল থেকে চলল ছররা গুলি, অশান্তি শুরু?
আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2023 | 9:21 PM

উত্তর দিনাজপুর: বিজয় মিছিল থেকে চলল ছররা গুলি। ইসলামপুরের গোবিন্দপুর গ্রামপঞ্চায়েতের কালুবস্তি এলাকায় মঙ্গলবার এই ঘটনা ঘটে। অভিযোগের আঙুল শাসকদলের দিকে। নির্দলদের লক্ষ্য করে তৃণমূল সমর্থকদের গুলি করার অভিযোগ উঠেছে। সংঘর্ষ, ছররা গুলিতে গুরুতর জখম হয়েছেন ১ জন। আহতকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে টহল শুরু করে বিশাল পুলিশবাহিনী।

এক অভিযোগকারীর কথায়, “আমাদের উপর ছররা গুলি চালাল। ওদের প্রার্থী জিতে গিয়েছে বলে হামলা করেছে।” যদিও অভিযোগকারীদের দাবি, তাঁরাও তৃণমূল সমর্থিত নির্দল। ভোট ঘোষণা হওয়ার পর থেকেই এই জেলায় শাসকদল ও শাসক সমর্থিত নির্দলদের মধ্যে প্রায় প্রায়ই ঝামেলার অভিযোগ উঠেছে।

ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী মঙ্গলবার গণনা চলাকালীনই দলের সমালোচনা করে বলেছিলেন, “ভোট লুটবে এই ভয়ে আমাকে নির্দল হয়ে লড়তে হল। নির্দলদের ভোট দিয়ে মানুষ প্রমাণ দিয়েছেন কানাইয়া, জাকির হঠাও।” প্রসঙ্গত, এদিন কালুবস্তিতে যে ঝামেলা হয়েছে সেখানে কানাইয়া আগরওয়ালের গোষ্ঠী ও করিম চৌধুরীর গোষ্ঠীর মধ্যে ঝামেলার অভিযোগ উঠেছে।

পঞ্চায়েত ভোটের সমস্ত খবরের LIVE UPDATE পেতে ক্লিক করুন এই লিঙ্কে