শূন্য মৃত্যু উত্তরবঙ্গে, শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৮২, হুগলিতে সর্বাধিক প্রাণ কাড়ল করোনা
West Bengal Covid 19 Update: গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। শেষ ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে কোনও মৃত্য়ু হয়নি।
কলকাতা: শেষ ২৪ ঘণ্টায় ফের একবার সামান্য কমল রাজ্যে দৈনিক করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। তবে সংক্রমণের সামগ্রিক ছবিটায় খুব একটা বদল আসেনি। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত একদিনে ৮৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই একই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ২৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। শেষ ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে কোনও মৃত্য়ু হয়নি।
রাজ্যে বর্তমান সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়ে ১৩ হাজার ৮৪৮-তে। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৯৩ শতাংশ। মৃত্যুর হার নেমে এসেছে ১.১৯ শতাংশে। শেষ একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৫৭ হাজার ৯২ টি। পজিটিভিটির হার ১.৫৪ শতাংশ। ১৮ টি জেলায় করোনা আক্রান্ত হয়ে কোনও ব্যক্তির মৃত্যু হয়নি শেষ ২৪ ঘণ্টায়।
দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ৮৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯১ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
কালিম্পং– গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৭। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
মালদহ– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
নদিয়া– গতকাল আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫২ জন। মৃত্যু: বৃহস্পতিবার-২, শুক্রবার-২।
বীরভূম– গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-২।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার-২, শুক্রবার-০।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।
হাওড়া– গতকাল আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৬ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
হুগলি– গতকাল আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬১ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-৩।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১১ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-১।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
কলকাতা– গতকাল আক্রান্ত ৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার-২, শুক্রবার-২।