গভীর রাতে ‘অ্যাসিড ছুড়ল জামাই’, পুড়লেন বৃদ্ধা ও ছেলে
ছবিতার অনুমান, তাঁর উপরেই হামলা করতে এসেছিলেন জামশেদ। কিন্তু, পরিবর্তে শাশুড়ি ও শ্যালককে আক্রমণ করেন তিনি।
মুর্শিদাবাদ: গভীর রাতে ঘরের মধ্যে ঘুমন্ত শাশুড়ি ও শ্যালককে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ার (Acid Attack) অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। অ্যাসিড হামলায় (Acid Attack) আক্রান্ত বিজলা বিবির হাত-পা এবং তাঁর ছেলে জীবন শেখের মুখ পুড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে ভগীরথপুরের শ্রীরামপুরে।
আহত বিজলা বিবির মেয়ে ছবিতা বিবি জানিয়েছেন, কিছুদিন আগেই তাঁর সঙ্গে বিবাহ-বিচ্ছেদ হয়েছে জামশেদ শেখের। তারপর থেকেই খুনের হুমকি দিচ্ছিলেন জামশেদ। সোমবার রাতে হঠাৎ জানলা দিয়ে অ্যাসিড ছোড়েন জামশেদ। ছবিতার অনুমান, তাঁর উপরেই হামলা করতে এসেছিলেন জামশেদ। কিন্তু, পরিবর্তে শাশুড়ি ও শ্যালককে অ্যাসিড ছোড়েন তিনি।
আরও পড়ুন: বিয়ের ১২ বছর পর উদ্ধার বধূর ঝুলন্ত দেহ, খুনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
অ্যাসিড আক্রান্ত (Acid Attack) বিজলা বিবি ও তাঁর ছেলে জীবন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। জামশেদের বিরুদ্ধে ডোমকল থানায় অভিযোগ দায়ের করেছেন বিজলা ও ছবিতা। পুলিশে সূত্রে খবর, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনাই ডোমকল থানার তদন্তাধীন।