Hilsa Fish: ১০ টাকায় ইলিশ! মন জিততে এসে জনতারই রোষের মুখে পড়তে হল, কী হল হঠাৎ?
Hilsa Fish Bangladesh: পদ্মা থেকে উঠেছে প্রচুর ইলিশ। সেই ইলিশ ভারত সহ একাধিক দেশে পাঠানোও হচ্ছে, কিন্তু বাংলাদেশিদের একটা বড় অংশের পাতে এখনও ইলিশের এক টুকরোও পৌঁছয়নি অত্যাধিক চড়া দামের কারণে। যেখানে একটু সস্তায় ইলিশ পেতে মুখিয়ে সবাই, সেই সময় যদি কেউ ঘোষণা করে যে ১০০০ টাকায় নয়, মাত্র ১০ টাকায় ইলিশ দেবেন?

ঢাকা: ওপার বাংলায় এবার রুপোলি শস্য উপচে পড়ছে। পদ্মা থেকে উঠেছে প্রচুর ইলিশ (Hilsa Fish)। সেই ইলিশ ভারত সহ একাধিক দেশে পাঠানোও হচ্ছে, কিন্তু বাংলাদেশিদের একটা বড় অংশের পাতে এখনও ইলিশের এক টুকরোও পৌঁছয়নি অত্যাধিক চড়া দামের কারণে। যেখানে একটু সস্তায় ইলিশ পেতে মুখিয়ে সবাই, সেই সময় যদি কেউ ঘোষণা করে যে ১০০০ টাকায় নয়, মাত্র ১০ টাকায় ইলিশ দেবেন? তাও আবার টাটকা-তাজা! বাংলাদেশে (Bangladesh) এই ঘোষণা হতেই পড়ে গেল হুড়োহুড়ি।
বাংলাদেশের ফরিদপুরে রায়হান জামিল নামক এক ব্যক্তি ঘোষণা করেছিলেন যে তিনি ১০ টাকায় সকলকে ইলিশ দেবেন। সত্যি সত্যিই ইলিশ এনেছিলেন, কিন্তু ইলিশের সংখ্যার তুলনায় লোকসংখ্যা এতটাই বেশি হয়ে যায় যে সকলকে মাছ দেওয়া আর সম্ভব হয়নি। জনতার ক্ষোভের মুখে পড়ে কোনওরকমে পালিয়ে বাঁচেন রায়হান। পরে তিনি ক্ষমাও চেয়ে নেন।
জানা গিয়েছে, রায়হান একজন নির্দল প্রার্থী। জনগণের মন জিততেই তিনি ১০ টাকায় ইলিশ দেওয়ার ঘোষণা করেছিলেন। দিকে দিকে পোস্টারও লাগান। সেইমতো বুধবার, ১৭ সেপ্টেম্বর ফরিদপুরের একটি মাঠে তিনি ৬০০ ইলিশ মাছ নিয়ে হাজির হন। এদিকে, ১০ টাকায় ইলিশ কিনতে প্রায় হাজারের কাছাকাছি মানুষের ভিড় হয়।
যেই মাছ ফুরিয়ে যায়, তখনই শুরু হয় গণ্ডগোল। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো জনতার ক্ষোভের মুখে পড়েন রায়হান জামিল নামে ওই নির্দল প্রার্থী। পালাতে গেলে, তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়। শেষে কোনওমতে পালিয়ে বাঁচেন তিনি। পুলিশও জানিয়েছে যে রায়হানকে আগেই সতর্ক করা হয়েছিল। ইলিশ না পেয়ে বিক্ষোভ শুরু হলে, পুলিশ গিয়ে কোনওমতে পরিস্থিতি সামাল দেয়।
ঢাকার ব্যবসায়ী এই ঘটনায় ক্ষমা চেয়ে বলেছেন যে সকলের সামর্থ নেই ইলিশ কিনে খাওয়ার। সেই কারণে তিনি ১০ টাকায় ইলিশ দিতে চেয়েছিলেন, কিন্তু হাজার হাজার মানুষ জড়ো হওয়ায়, এত ইলিশ দেওয়া সম্ভব হয়নি।
