AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

China Victorty Day Parade: ৯ সর্বনাশা মারণাস্ত্র দেখিয়ে ট্রাম্পদের বুকে কাঁপুনি ধরাল বেজিং

এই প্রতিবেদন লিখতে বসার কারণ একটাই। মার্কিন সামরিক অস্ত্রের সঙ্গে বেজিংয়ের অস্ত্রভাণ্ডারের তুলনা। সাধে কি আর মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বসে টিভিতে এই মহড়া দেখছিলেন? এমন সব অস্ত্র চিনা সেনা বাস্তবে দেখাল, যেগুলি এর আগে কল্পবিজ্ঞানের বই ছাড়া আর কোথাও পাওয়া যায়নি।

China Victorty Day Parade: ৯ সর্বনাশা মারণাস্ত্র দেখিয়ে ট্রাম্পদের বুকে কাঁপুনি ধরাল বেজিং
| Edited By: | Updated on: Sep 13, 2025 | 3:27 PM
Share

চিনা প্রেসিডেন্ট গাড়িতে চেপে সেল্যুট করতে করতে এগোচ্ছেন। দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে লালফৌজ, পুরুষ-মহিলা নির্বিশেষে। কারও চোখের পাতাটুকু নড়ছে না, প্রত্যেকেরই হাতে আগ্নেয়াস্ত্র। কেউ নিজের জায়গা ছেড়ে একচুলও সরছেন না। । লালপতাকা পতপত করে উড়ছে। জাতীয় সঙ্গীত চলাকালীন নিখুঁত কসরত চলছে সেনার। ঠিক এভাবেই অন্তত ২০জন বিদেশি রাষ্ট্রনেতার সামনে নিজেদের সামরিক শক্তি দেখাল বেজিং। উপলক্ষ্য লালফৌজের ৮০-তম বিজয় দিবস। সরকারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার হল এই সেনা মহড়া। হাঁ করে দেখল গোটা বিশ্ব। হোয়াইট হাউসে বসে দেখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-ও। কট্টর মার্কিন বিরোধী দেশগুলির রাষ্ট্রনেতারা উপস্থিত চিনে। কে নেই, রুশ প্রেসিডেন্ট পুতিন, উত্তর কোরিয়ার কিম জং উন। চিনা সেনার এই শক্তি প্রদর্শন যে...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন