Muhammad Yunus: ‘শুনলাম সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে…’, না জানার ভান করছেন ইউনূস?
Bangladesh Unrest: সংখ্যালঘুদের উপরে অত্যাচারের প্রসঙ্গে বলেন, "শুনলাম সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে, তাই সকলকে নিয়ে বসা। আমি আগেও বলেছিলাম যে আমরা সকলে একটা পরিবার। নানা মত, ধর্ম, রীতি থাকবে। কিন্তু সকলে এক পরিবারের সদস্য।"
ঢাকা: অশান্তির আঁচে ফুটছে বাংলাদেশ। হিন্দু সংখ্যালঘুদের উপরে অত্যাচারের অভিযোগ উঠছে। গোটা বিশ্বই যখন এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, তখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের গলায় শোনা গেল উদাসীন সুর। সব ধর্মের নেতাদের নিয়ে বৈঠকে তিনি বললেন, “শুনলাম সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে, তাই সবাইকে নিয়ে বসা।”
বৃহস্পতিবার ঢাকায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সমস্ত ধর্মের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। বৈঠকে তিনি বলেন, “আমরা সবাই মিলে আলোচনা করব। তথ্য প্রবাহ কীভাবে পাব, অপরাধীদের কীভাবে ধরা হবে, সকলের কাছে যাতে সঠিক তথ্য পৌঁছয়, তা নিশ্চিত করতে হবে।”
সংখ্যালঘুদের উপরে অত্যাচারের প্রসঙ্গে বলেন, “শুনলাম সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে, তাই সকলকে নিয়ে বসা। আমি আগেও বলেছিলাম যে আমরা সকলে একটা পরিবার। নানা মত, ধর্ম, রীতি থাকবে। কিন্তু সকলে এক পরিবারের সদস্য। আমরা কেউ কারোর শত্রু নই। আমরা সকলে বাংলাদেশি, এক পরিবার।”
হাসিনার বিদায় এবং ইউনূসের অন্তবর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকেই সংখ্যালঘুদের উপরে হামলার অভিযোগ। প্রথমবার হামলার অভিযোগের পরই ঢাকেশ্বরী মন্দিরে সফরের প্রসঙ্গ টেনে ইউনূস বলেন, “সকলের বলার, ধর্ম ও কাজকর্মের অধিকার সমান।”
এরপরই তিনি বলেন, “নতুন কথা উঠছে যে হামলা হচ্ছে, অত্যাচার হচ্ছে। আমি খোঁজ নিচ্ছি। সব দিক দেখলাম.. এটা হচ্ছে না। আমাদের গভীরে গিয়ে দেখতে হবে সত্যিটা কী। সঠিক তথ্য কীভাবে পাব, তা আমাদের জানা আছে। কর্তারা মন খুলে বলতে চায় না। আমরা আসল খবর জানতে চাই।”
ছাত্র নেতাদের উদ্দেশে ইউনূস বলেন, “তোমাদের কারণে আজ বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। তোমাদের দায়িত্ব আছে রাষ্ট্র যেন ঠিক পথে চলে, তা যেন লক্ষ্য থেকে বিচ্যুত না হয়।”