Salary: দূর-দূরান্তেও সম্পর্ক নেই টাকার সঙ্গে, স্যালারি শব্দটি কোথা থেকে এসেছে জানেন?

Salary: ব্যবসা-বাণিজ্যের জন্যও টাকা পয়সা নয়, নুন ব্যবহার করা হত। রোম সাম্রাজ্যে সৈন্যরা দৈনিক শ্রমের বদলে বেতন হিসাবে পেতেন নুন। সেই সময়ে প্রচলিত কথা ছিল, "একজনের নুনের যোগ্য"। অর্থাৎ যারা ভাল কাজ করতেন, তারা নুন কেনার যোগ্য হতেন।

Salary: দূর-দূরান্তেও সম্পর্ক নেই টাকার সঙ্গে, স্যালারি শব্দটি কোথা থেকে এসেছে জানেন?
প্রতীকী চিত্রImage Credit source: Freepik
Follow Us:
| Updated on: Mar 25, 2024 | 9:18 AM

রোম: মাসের শেষে বা প্রথম দিনেই সবাই ব্যাঙ্ক ব্যালেন্সটা চেক করেন। ঘনঘন মোবাইলে দেখেন, স্যালারিটা কি ঢুকেছে? এই ‘স্যালারি’ শব্দটি কোথা থেকে এসেছে জানেন? এর সঙ্গে কিন্তু দূর-দূরান্তেও বেতন বা টাকা পয়সার সম্পর্ক নেই। তাহলে কোথা থেকে এসেছে এই শব্দ? জানলে অবাক হবেন।

স্যালারি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ স্যালারিয়াম থেকে। যার অর্থ হল সল্ট বা নুন। প্রাচীন রোমে স্যালারি বলতে নুনকেই বোঝানো হত। আরও নির্দিষ্টভাবে বলতে গেলে, নুন কেনার জন্য রোমান সৈন্যদের যে অর্থ দেওয়া হত, তাকেই স্যালারি বলা হত। সেই যুগে এই নিত্য প্রয়োজনীয় পণ্য় বহুমূল্য ছিল। সোনার সমান দরেই বিক্রি হত নুন।

ব্যবসা-বাণিজ্যের জন্যও টাকা পয়সা নয়, নুন ব্যবহার করা হত। রোম সাম্রাজ্যে সৈন্যরা দৈনিক শ্রমের বদলে বেতন হিসাবে পেতেন নুন। সেই সময়ে প্রচলিত কথা ছিল, “একজনের নুনের যোগ্য”। অর্থাৎ যারা ভাল কাজ করতেন, তারা নুন কেনার যোগ্য হতেন।

ইতিহাসবিদরা জানিয়েছেন, সোল্জার শব্দটিও এভাবেই এসেছে। ‘সোলিডাস’ থেকে এসেছে সোলজার, যার অর্থ হল সোনা। আগে সৈন্য বাহিনীকে সোনা দিয়ে বেতন দেওয়া হত, সেখান থেকেই সোলজার শব্দটি এসেছে।