AI Minister: দুর্নীতি হঠাতে AI-কেই মন্ত্রী পদে বসানোর সিদ্ধান্ত!
Diella, Albania's first AI minister: আলবেনিয়ান শব্দ ডায়েলা-র অর্থ সূর্য। আর ওই নামের এআই-মানবীকে মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন প্রধানমন্ত্রী। ডায়েলা এখন মন্ত্রী হিসাবে নিযুক্ত হলেও আলবেনিয়া সরকারের হয়ে কাজ করছে এ বছরের জানুয়ারি থেকে।

চোখ বন্ধ করলে AI। চোখ খুললে AI! চোখ বন্ধ করলে দুর্নীতি, চোখ খুললে দুর্নীতি! না না, বিতর্ক নয়। তবে AI যদি যেচে জড়ায় বিতর্কে? মাথা গলায় পলিটিক্সে? যদি বাঙালির এই রাজনৈতিক আড্ডায় হাতে চা নিয়ে বসে পড়ে AI বলে ওঠে―দাদা দেশটার আর কিস্যু হবে না! এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের রমরমা যেভাবে বেড়েছে সারা বিশ্বে, তারই জয়যাত্রায় আর একটা অধ্যায় যুক্ত হল। ইতিপূর্বে সংবাদ পরিবেশননার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে AI মানবী। এইবার ক্ষেত্রটা শুধু আলাদা, মানুষকে একপাশে দাঁড় করিয়ে মন্ত্রিত্ব দখল করে নিল এক এআই-মানবী। দেশটার নাম আলবেনিয়া। সারা বিশ্বে এই প্রথম AI-কে বসাল মন্ত্রিত্বের গদিতে। এই এআই-মন্ত্রীর নাম ডায়েলা। দুর্নীতির বিরুদ্ধে কড়া...
