Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hong Kong: হংকংয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, চলছে উদ্ধার কার্য

Hong Kong world Trade Center Fire: পুলিশ আধিকারীক জানিয়েছেন, প্রাথমিক তথ্যে জানা গিয়েছে প্রায় ১০০জন মানুষকে এই বিল্ডিংয়ের পাঁচ তলায় অবস্থিত ওপেন-এয়ার এরিয়া সেকশনে নিয়ে যাওয়া হয়েছে। তবে বেশকিছু মানুষ এখনও শপিং সেন্টারের রেস্তোরাঁয় আটকে রয়েছেন।

Hong Kong: হংকংয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, চলছে উদ্ধার কার্য
ভয়াবহ অগ্নিকাণ্ড হংকংয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2021 | 3:25 PM

হংকং: হংকংয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (World Trade Centre) ভয়াবহ আগুন লেগেছে। এই অগ্নিকাণ্ডের ফলে প্রায় ৩০০-র বেশি মানুষ আটকে পড়েছেন। বুধবার রাত ১২টা নাগাদ এই আগুন লাগার খবর পাওয়া যায়। পুলিশ জানিয়ে এক ৬০ বছর বয়সী মহিলা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান, পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুন লাগার ফলে ৩৪ তলা উঁচু ওই বিল্ডিং ধোঁয়ার আস্তরণে ঢেকে যায়। অন্য তিনজন মানুষও এই ধোঁয়ার ফলে অসুস্থ হয়ে গিয়েছেন। জানা গিয়েছে এই বিল্ডিংটিতে অফিস, মল, দোকান এবং রেস্তোরাঁ রয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুযায়ী, এখনও বেশকিছু মানুষ ওই বিল্ডিংটিতে আটকা পড়েছেন। তাদের উদ্ধারের জন্য দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দমকলের তরফে এই অগুন লাগার ঘটনাকে লেভেল থ্রি বলা হচ্ছে। হংকং শহরে আগুনের তীব্রতা এক থেকে পাঁচের স্কেলে শ্রেণিবিভাগ করা হয়। শেষ দুটি শ্রেণিকে সবচেয়ে গুরুতর হিসেবে গণ্য করা হয়। এক পুলিশ আধিকারীক জানিয়েছেন, এই অগ্নিকাণ্ড নিয়ে তারা একাধিক ফোন পেয়েছেন, যেখানে জানানো হয়েছে যে এই বিল্ডিংয়ের পেছনের সিঁড়িতে ঘণ ধোঁয়ার কুণ্ডলী ছেয়ে রয়েছে।

রেস্তোরাঁয় আটকা পড়েছেন মানুষ

ওই পুলিশ আধিকারীক জানিয়েছেন, প্রাথমিক তথ্যে জানা গিয়েছে প্রায় ১০০জন মানুষকে এই বিল্ডিংয়ের পাঁচ তলায় অবস্থিত ওপেন-এয়ার এরিয়া সেকশনে নিয়ে যাওয়া হয়েছে। তবে বেশকিছু মানুষ এখনও শপিং সেন্টারের রেস্তোরাঁয় আটকে রয়েছেন। অন্যদিকে সরকারি মুখপাত্র জানিয়েছেন, দমকলকর্মীরা জলের দুটি জেটের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তিনি আরও জানিয়েছেন শ্বাস নেওয়ার উপকরণ সহ দুটি দলকেও ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মোতায়েন করা হয়েছে।

এক তলা থেকে ছড়িয়েছে আগুন

মনে করা হচ্ছে এই আগুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এক তলায় লেগেছিল। সেখানে মেরামতির কাজ চলছিল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া একটি ভিডিওতে বেশকিছু বয়স্ক মানুষ সহ প্রায় এক ডজনেরও বেশি মানুষকে পাঁচ তলার ছাতের ডেকে আটকে পড়া অবস্থায় দেখা গিয়েছে। এখনও উদ্ধার কার্য চলছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: BSF: বাইকের চাকায় রুপো ভরে বাংলাদেশ পাচারের চেষ্টা! পাচারকারীর কায়দা দেখে বিস্মিত বিএসএফ