Pakistan blast sound: পাক সেনার পরমাণু কেন্দ্রের কাছে ‘বিস্ফোরণের মতো’ বিকট শব্দ!

Pakistan blast sound: পাক পঞ্জাব প্রদেশের ডেরা গাজি খান এলাকায় অবস্থিত

Pakistan blast sound: পাক সেনার পরমাণু কেন্দ্রের কাছে 'বিস্ফোরণের মতো' বিকট শব্দ!
'বিস্ফোরণের মতো' শব্দ ঘিরে আতঙ্ক পাকিস্তানেImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 06, 2023 | 5:53 PM

ইসলামাবাদ: ফের পাকিস্তানে বিস্ফোরণ? এক সপ্তাহ আগেই পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে এক দুটি আত্মঘাতি বোমা হামলায় অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছিল। শুক্রবার (৬ অক্টোবর), ফের এক জোরালো বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল পাক পঞ্জাব প্রদেশের ডেরা গাজি খান এলাকা। ওই এলাকাতেই পাকিস্তানের পারমাণবিক কমিশন অফিস রয়েছে। পাক সেনার একটি পারমানবিক শক্তি কেন্দ্রও রয়েছে। আওয়াজটি এতটাই জোরালো ছিল যে, বালোচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে, ঘটনাস্থল থেকে প্রায় ৩০-৫০ কিলোমিটার দূরেও শব্দটি শোনা গিয়েছে। তবে, সত্য়ি সত্যি কোনও বিস্ফোরণ ঘটেছে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

সোশ্যাল মিডিয়ার বেশ কিছু ছবি ও ভিডিয়ো প্রকাশ হয়েছে। যেগুলি এই বিস্ফোরণের শব্দের সঙ্গে সম্পর্কিত বলে দাবি করা হয়েছে। সেই ছবি ও ভিডিয়োগুলিতে দেখা যাচ্ছে, সেনাবাহিনী এবং দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে যাচ্ছে। আরেকটি ভিডিয়োতে দেখা যাচ্ছে ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। তবে কোনও সংবাদমাধ্যমের পক্ষ থেকে ওই ছবি ও ভিডিয়োগুলির সত্যতা যাচাই করা হয়নি। পাক সংবাদমাধ্যমগুলিতেও কোনও বিস্ফোরণের প্রতিবেদন নেই।

ডেরা গাজি খান এলাকার পুলিশ জানিয়েছে, ওই এলাকায় কোনও বোমা বিস্ফোরণ ঘটেনি। কোনও জরুরি অবস্থা তৈরি হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ডেরা গাজি খান এলাকার মানুষ জানিয়েছেন, গোটা শহরই এই বিস্ফোরণের মতো জোরালো শব্দ নিয়ে আতঙ্কিত। কিন্তু, সরকারের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না। তাতে বিভ্রান্তি আরও বাড়ছে। সমস্ত সামরিক কৌশলগত ভবন এবং অসামরিক পরিকাঠামোগুলি নিরাপদে আছে বলেই দাবি করেছে পুলিশ। কিন্তু, তাহলে কেন ঘটনাস্থলে বিপুল পরিমাণে পুলিশ, নিরাপত্তা কর্মী ওই এলাকায় ছুটে গেলেন সেই প্রশ্ন উঠছে। সূত্রের খবর, ওই পারমাণবিক কেন্দ্রটি আপাতত সিল করে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, দুপুর ১২টা বেজে ৫ মিনিট নাগাদ ডেরা গাজি খান শহর এবং আশেপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে ওই বিস্ফোরণের মতো বিকট শব্দ শোনা যায়। শব্দটি মাটিতে নয়, আকাশ থেকে হয়েছে বলে জানিয়েছেন অনেকে। প্রাথমিকভাবে শোনা যাচ্ছে, পাকিস্তানি বায়ুসেনার বেশ কয়েকটি ফাইটার জেট একসঙ্গে সাউন্ড ব্যারিয়ার বা শব্দের বাধা অতিক্রম করতেই ওই বিকট শব্দ তৈরি হয়েছিল। ফাইটার জেটগুলি শব্দের গতির থেকে বেশি গতি অর্জন করার সময় এই ধরনের শব্দ হয়, যাকে ‘সনিক বুম’ বলে। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ দাবি করেছেন, একটি ‘শাহিন ক্ষেপণাস্ত্র’ পরীক্ষা করতে গিয়ে সম্ভবত কোনও ত্রুটি হয়েছে এবং পরমাণু শক্তি কমিশনের অফিসের কাছেই তাতে বিস্ফোরণ ঘটেছে। কেউ কেউ ড্রোন হামলার কথাও বলেছেন। পাক সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সরকারি বিবৃতি না প্রকাশ করায় বিভ্রান্তি এবং জল্পনা ক্রমেই বাডছে।

চলতি মাসের শুরুতে, বালোচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে পরপর দুটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়েছিল। কমপক্ষে ৬৫ জনের প্রাণ গিয়েছিল। মৃত্যু হয়েছিল মাস্তুংয়ের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ, নওয়াজ গিশকোরিরও। তাঁর গাড়ির কাছে এসেই আত্মঘাতী বামলাকারী নিজেকে উড়িয়ে দিয়েছিল। এর ২৪ ঘন্টার মধ্যেই খাইবার পাখতুনখোয়ার হাঙ্গু জেলার এক মসজিদে ফের একটি আত্মঘাতী বোমা হামলা হয়েছিল। এই জোড়া আত্মঘাতী বোমা হামলার প্রেক্ষিতে, পাকিস্তান থেকে সমস্ত আফগান নাগরিকদের বিতাড়িত করার ঘোষণা করেছে। এই বিষয় নিয়ে আফগানিস্তানের তালিবানি শাসক এবং পাক সরকারের মধ্যে উত্তেজনা বেড়েছে।

কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?