AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Imran Khan: আল কাদির ট্রাস্ট মামলায় জামিন পেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

Imran Khan Arrest: গ্রেফতারির পর পাকিস্তানে ছড়ানো হিংসায় প্ররোচনা দেওয়া মামলায় আগামী ২৩ মে অবধি জামিন পেলেন ইমরান খান।

Imran Khan: আল কাদির ট্রাস্ট মামলায় জামিন পেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান
ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান। ছবি টুইটার
| Edited By: | Updated on: May 12, 2023 | 3:53 PM
Share

ইসলামাবাদ: অবশেষে জামিন পেলেন ইমরান খান। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জামিন দিল ইসলামাবাদ হাইকোর্ট। পাকিস্তানে ছড়ানো হিংসায় প্ররোচনা দেওয়ার মামলায় আগামী ২৩ মে অবধি জামিন পেলেন ইমরান খান। জানা গিয়েছে, এ দিন ইমরান খান আদালতে তাঁর বিরুদ্ধে করা সমস্ত মামলার একত্রিত শুনানির আর্জি জানিয়েছেন। একইসঙ্গে তিনি ফের গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেছেন বলে সূত্রের খবর।

ইমরান খানের শুনানির যাবতীয় আপডেট দেখে নিন এক নজরে-

  1. আল কাদির ট্রাস্ট মামলায় জামিন পেলেন ইমরান খান। ইসলামাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুক্রবার এই মামলায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন মঞ্জুর করেছে। ২ সপ্তাহের জন্য জামিন পেয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান।
  2. এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ইসলামাবাদ হাইকোর্টে এসে পৌঁছন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁকে চারপাশ থেকে ঘিরে রেখেছিলেন পুলিশ ও পাক রেঞ্জার্সরা। কাঁটাতারের বেড়াজাল দিয়ে গোটা আদালত চত্বর ঘিরে ফেলা হয়।
  3. আদালতের ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্য়ুরোর দলকেও নিরাপত্তার কারণ দর্শিয়ে আদালতে ঢুকতে দেওয়া হয়নি।
  4. সূত্রের খবর, এখনও অবধি আল কাদির ট্রাস্ট মামলার শুনানি শুরু হয়নি।
  5. তার আগে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হিংসা ছড়ানোয় প্ররোচনা দেওয়ার মামলার শুনানি চলছিল। সেই মামলায় আগামী ২৩ মে অবধি জামিন দেওয়া হয় ইমরান খানকে। জানা গিয়েছে, পাকিস্তানের ইসলামাবাদের রামনা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছিল।
  6. তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলাও রয়েছে। ফেডেরাল জুডিশিয়াল কমপ্লেক্স ও ইসলামাবাদ হাইকোর্টে হামলা চালানোর জন্য় ক্ষিপ্ত জনতাকে উসকেছিলেন ইমরান খান, এমনটাই অভিযোগ করা হয়েছিল। পুলিশকে আক্রমণ ও আদালত চত্বরে অশান্তি ছড়ানোর অভিযোগও দায়ের রয়েছে ইমরানের নামে।
  7. অন্যদিকে, ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের তরফে ইসলামাবাদ হাইকোর্টে  চারটি আবেদন জানানো হয়েছে। এই আর্জিগুলি হল- ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআরের কপি দিতে হবে। পাশাপাশি ইমরান খানের বিরুদ্ধে দায়ের হওয়া ১২১টি মামলাকে একত্রিত করে শুনানি করতে হবে। ইমরান খানকে আগাম জামিন দিতে হবে।