Imran Khan: আরও ‘একলা’ ইমরান, অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির আগেই হারালেন সংখ্যাগরিষ্ঠতাও!

Imran Khan: মুত্তেহিদা কাওয়ামির সমর্থন হারানোর ইমরানের দল সংসদের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। আগামী ৩ এপ্রিলই সংসদে অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি রয়েছে।

Imran Khan: আরও 'একলা' ইমরান, অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির আগেই হারালেন সংখ্যাগরিষ্ঠতাও!
ফাইল চিত্র। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Mar 30, 2022 | 12:45 PM

ইসলামাবাদ: আরও বিপাকে পড়লেন ইমরান খান (Imran Khan)। অনাস্থা প্রস্তাবে (No Trust Motion) আলোচনা বা ভোটাভুটি শুরুর আগেই বড় ধাক্কা খেল শাসক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (Pakistan Tehreek-e-Insaf)। জোটসঙ্গী মুত্তেহিদা কাওয়ামি মুভমেন্ট পাকিস্তান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির সঙ্গে হাত মিলিয়েছে বলে জানা গিয়েছে।

দেশের টলমল অর্থনীতির জন্য প্রধানমন্ত্রী ইমরান খানকেই কাঠগড়ায় তুলেছেন সকলে। বিরোধীদের দাবি, দেশের অর্থনীতি, বিদেশ নীতি-কিছুই তিনি সামলাতে পারছেন না। বিরোধী দলগুলির পাশাপাশি শাসক দলের একাধিক সদস্যদেরও দাবি, দেশ সামলাতে ব্যর্থ ইমরান খান। অন্যদিকে, পাক সেনাবাহিনীর সঙ্গেও ভাল সম্পর্ক নেই ইমরান খানের, এমনটাই সূত্রের খবর।

এদিন সকালেই পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জ়ারদারি টুইট করে বলেন, “বিরোধী দলগুলি এমকিউএমের সঙ্গে চুক্তি করেছে। রাবতা কমিটি এমকিউএম ও পিপিপি সিইসি পরবর্তী সময়ে এই চুক্তি নিয়ে বিস্তারিত জানাবে। এরপর আমরা আগামিকাল সাংবাদিক বৈঠকে বিস্তারিত তথ্য জানাব। আপাতত পাকিস্তানকে অভিনন্দন।”

মুত্তেহিদা কাওয়ামির সমর্থন হারানোর ইমরানের দল সংসদের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। আগামী ৩ এপ্রিলই সংসদে অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি রয়েছে। বর্তমানে সংসদে ইমরানের দলের সদস্য সংখ্যা ১৫৫। অন্যদিকে, পাকিস্তানের বিরোধী দলের সদস্য সংখ্যা ১৭৭-এ পৌঁছেছে এমকিউএমের সমর্থন বদলানোয়। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে বিরোধীদের জয়লাভের জন্য প্রয়োজন ১৭২টি ভোট। সেই হিসাবে ইতিমধ্যেই ভোটে বিরোধীদের জয় প্রায় নিশ্চিত। অর্থাৎ গদি ছাড়তেই হবে ইমরান খানকে।

এদিকে, ইমরান খান অভিযোগ করেছেন যে বিদেশ থেকেও তাঁকে ক্ষমতাচ্যুত করার চক্রান্ত করা হচ্ছে। সম্প্রতিই ইসলামাবাদে একটি জনসভায় তিনি দাবি করেছিলেন, পাকিস্তানের মসনদ থেকে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে হটানোর চেষ্টা করা হচ্ছে। তাঁর কাছে বিদেশ থেকে আসা অর্থ সাহায্যের প্রমাণও রয়েছে।

উল্লেখ্য, ইমরান খান হলেন পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী, যাকে অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে হচ্ছে। তবে পাকিস্তানের ইতিহাসে কোনও প্রধানমন্ত্রীকেই অনাস্থা প্রস্তাবের জেরে গদিচ্যুত হতে হয়নি। আগামিকাল, ৩১ মার্চ পাকিস্তানের নিম্নকক্ষে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। এরপর ৩ এপ্রিল ভোটাভুটি হবে।

আরও পড়ুন: Pakistan Attack: টলোমলো পরিস্থিতিতেই আত্মঘাতী হামলায় কেঁপে উঠল পেশোয়ার, আহত কমপক্ষে ২২ 

আরও পড়ুন: Russia-Ukraine Talk: ‘ন্যাটোর সদস্যপদ চাই না, বরং…’, রাশিয়ার মতোই এবার একাধিক দাবি জানাল ইউক্রেনও 

জাস্টিন ট্রুডো কি সম্রাট নিরো হয়ে গেলেন?
জাস্টিন ট্রুডো কি সম্রাট নিরো হয়ে গেলেন?
‘জমি মাফিয়ার মাৎস্যন্যায়’, কলকাতার গুলশনে বাংলাদেশি নাগরিক?
‘জমি মাফিয়ার মাৎস্যন্যায়’, কলকাতার গুলশনে বাংলাদেশি নাগরিক?
৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক