Russia: শুধু মোজায় ঢাকা লজ্জা! ‘প্রায় নগ্ন’ পার্টি নিয়ে তোলপাড় রাশিয়া, পুতিন চটে লাল
Russia: রুশ সেনারা যেখানে ইউক্রেনে সামরিক অভিযানে রোজ প্রাণ হারাচ্ছেন, সেই সময় দেশে এই পার্টি নিয়ে বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। এই বিষয়ে পুতিন এখনও প্রকাশ্যে কোনও বিবৃতি না দিলেও, তিনি অত্যন্ত ক্ষুব্ধ বলে জানিয়েছেন তাঁর মুখপাত্র দিমিত্রি পেসকভ।
মস্কো: শুধুমাত্র একটা মোজা পরে এসেছিলেন রুশ র্যাপার নিকোলাই ভ্যাসিলিভ। ওই মোজা দিয়েই কোনোক্রমে বজায় রেখেছিলেন শালীনতা। ব্লগার আনাস্তাসিয়া ইভলিভার গায়ে ছিল ২৩ মিলিয়ন রুবেল দামের গয়না। শুধু এই দুজন নয়, ‘প্রায় নগ্ন’ পার্টিতে উপস্থিত ছিলেন রাশিয়ার অনেক সেলিব্রিটিরাই। ছিলেন সাংবাদিক কেসেনিয়া সোবচাকও, যাঁর পিতা আনাতোলি ছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বন্ধু। আর এই ‘প্রায় নগ্ন’ পার্টি নিয়েই এখন উত্তাল রাশিয়া। রুশ সেনারা যেখানে ইউক্রেনে সামরিক অভিযানে রোজ প্রাণ হারাচ্ছেন, সেই সময় দেশে এই পার্টি নিয়ে বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। এই বিষয়ে পুতিন এখনও প্রকাশ্যে কোনও বিবৃতি না দিলেও, তিনি অত্যন্ত ক্ষুব্ধ বলে জানিয়েছেন তাঁর মুখপাত্র দিমিত্রি পেসকভ।
২১ ডিসেম্বর মস্কোর মুতাবর নাইটক্লাবে এই পার্টির আয়োজন করা হয়েছিল। মূল আয়োজক ছিলেন আনাস্তাসিয়া ইভলিভা। এই পার্টিতে রাশিয়ার সুপরিচিত সব গায়ক-গায়িকারা অংশ নিয়েছিলেন। কড়া সমালোচনার মুখে পড়ে, তাঁদের এখন নগ্ন পার্টি করার জন্য ক্ষমা চাইতে হচ্ছে। তবে, ক্ষমা চেয়েই নিস্তার পাননি তাঁরা। মোজা দিয়ে লিঙ্গ ঢাকা নিকোলাই ভ্যাসিলিভকে, অস্বাভাবিক যৌন সম্পর্ককে উৎসাহ দেওয়ার অপরাধে ১৫ দিনের জন্য জেলে পাঠানো হয়েছে। পার্টিতে অংশ নেওয়া অধিকাংশ সেলিব্রিটিদের সঙ্গেই চুক্তি বাতিল করেছে স্পনসররা। এমনকী, এই পার্টি কাণ্ডের জেরে অনেককে সিনেমায় অভিনয়ের সুযোগ থেকেও অনেকে বাদ পড়েছেন।
এক রুশ সংবাদ প্রতিবেদন অনুযায়ী, এই পার্টির বিষয়ে প্রথম আপত্তি জানায় ইউক্রেনে যুদ্ধরত সৈন্যরাই। সোশ্যাল মিডিয়ায় এই পার্টির ভিডিয়ো দেখে তাঁরা পুতিন সরকারকে তাঁরা প্রশ্ন করেন, “আমরা এখানে লড়াই করেছি। আর সেলেবরা নগ্ন পার্টি করছেন। এটা কি পার্টি করার উপযুক্ত সময়?” আর সেনাদের পক্ষ থেকে এই অভিযোগ ওঠার পরই, পুতিন সমর্থক রুশ সাংসদরা, রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমগুলি, অর্থোডক্স চার্চের গোষ্ঠীগুলি, সেনাদের আত্মীয়রা এই সেলেবদের কড়া সমালোচনা করেছে। এই অবস্থায়, পার্টিতে অংশগ্রহণকারী অনেক বিখ্যাত মানুষই প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। দ্বিতীয় সুযোগ চেয়েছেন। তবে সমালোচকরা বলছেন, শুধু ক্ষমা চাইলে হবে না। বরং, এই সেলেবদের থেকে যুদ্ধের তহবিল সংগ্রহের প্রস্তাব দিয়েছেন অনেকে। এটাই তাঁদের শাস্তি হওয়া উচিত।
এদিকে, আগামী মার্চ মাসেই রাশিয়ার নির্বাচন। আরও ছয় বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করতে তৈরি হচ্ছেন ভ্লাদিমির পুতিন। নির্বাচনে সহজেই তিনি জয়ী হবেন বলে আশা করা হচ্ছে। তবে, নির্বাচনের আগে ক্রমশ নিজেকে এক রক্ষণশীল নেতা হিসেবে তুলে ধরতে চাইছেন তিনি। উসকে দিতে চাইছেন রুশ জাতীয়তাবাদ, রুশ ঐতিহ্যের আবেগকে। রুশ পরিবারগুলির প্রতি, সম্প্রতি তিনি আট বা তার বেশি সন্তান ধারণের আহ্বান জানিয়েছেন। রাশিয়ার সুপ্রিম কোর্টের এলজিবিটি কর্মীদের চরমপন্থী হিসেবে চিহ্নিত করা উচিত বলে রায় দিয়েছে। পুতিন ঘনিষ্ঠ সেলেবদের, এই ‘প্রায় নগ্ন’ পার্টি, পুতিনের বর্তমান অবস্থানের সঙ্গে একেবারেই মানানসই নয়। আর সেই কারণেই বেজায় চটেছেন পুতিন, এমনই মনে করা হচ্ছে।