মক্কার শাহি মসজিদে থাকা মকাম-এ-ইব্রাহিমের অতিদুর্লভ ছবি প্রকাশ্যে আনল সৌদি
সাদা, হলুদ এবং কালো, আলাদা আলাদা রঙের মধ্যে তা রয়েছে। ছবিগুলি তুলতে সময় লেগেছে প্রায় ৭ ঘণ্টা।
রমজান মাসের পবিত্র শুক্রবার কিছু অতিদুর্লভ ছবি প্রকাশ্যে এনে গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে সৌদি আরব। মক্কার শাহি মসজিদে থাকা মকাম-এ-ইব্রাহিমের ছবি ইতিহাসে প্রথমবার জনসমক্ষে এসেছে। মক্কা ও মদিনার জেনারেল প্রেসিডেন্সি দ্বারা এই ছবিগুলো তোলা হয়। ছবি তুলতে স্ট্যাক্ড প্যানোরমিক ফোকাসের নামক একটি নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। ইসলামিক মতে, ইব্রাহিম (ইসলাম) দাঁড়াতে যে পাথর ব্যবহার করেছিলেন, মকাম-এ-ইব্রাহিম তাকেই বলা হয়।
কথিত রয়েছে, ইব্রাহিম মক্কায় কাবার নির্মাণকালে প্রাচীর তৈরির সময় যে পাথরের উপর দাঁড়িয়েছিলেন, সেখানে তাঁর পায়ের ছাপ পড়ে গিয়েছিল। সেই থেকেই তা সংরক্ষণ করে রাখা মক্কার শাহি মসজিদে। মুসলিম ধর্মাবলম্বিদের কাছে এই পায়ের জোড়া খুবই পবিত্র। পায়ের ছাপগুলি সংরক্ষণের জন্য পাথরটিকে সোনা, রুপো এবং কাচের ফ্রেমে সাজিয়ে রাখা হয়েছে।
Detailed Pictures of Maqam e Ibrahim (Station of Abraham) taken recently. pic.twitter.com/4w7U8MgSuK
— Haramain Sharifain (@hsharifain) May 5, 2021
The few remaining pieces of the Hajar al Aswad (Black Stone) pic.twitter.com/ni57cZ7L3S
— Haramain Sharifain (@hsharifain) May 4, 2021
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে মকাম-এ-ইব্রাহিমের বিষয়ে সবিস্তারে বলা হয়েছে। সেখানেই উল্লেখ পেয়েছে যে, এতে দু’টি ডিম্বাকৃতির গর্ত রয়েছে, যাতে পয়গম্বর ইব্রাহিমের পদচিহ্ন রয়েছে। সাদা, হলুদ এবং কালো, আলাদা আলাদা রঙের মধ্যে তা রয়েছে। ছবিগুলি তুলতে সময় লেগেছে প্রায় ৭ ঘণ্টা। সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়েছে, ছবিগুলি ৪৯ হাজার মেগাপিক্সেলের এবং এরকম প্রায় ১০০০-এর বেশি ছবি তোলা হয়েছে। যার মধ্যে সেরাগুলি প্রকাশ করা হল।