Sheikh Hasina: ‘যে কোনও মুহূর্তে ফিরব’, বাংলাদেশে সশস্ত্র বিদ্রোহের ডাক দিলেন হাসিনা?

Sheikh Hasina: কয়েকটি অডিয়ো রেকর্ডিং-কে কেন্দ্র করে হইচই পড়ে গিয়েছে বাংলাদেশে। সেগুলি, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং তাঁর দল, আওয়ামি লিগের সদস্যদের মধ্যে টেলিফোনে কথোপকথনের রেকর্ডিং বলে দাবি করা হচ্ছে। গত রবিবার, সর্বশেষ অডিয়ো ক্লিপটি ভাইরাল হয়েছে। সেই অডিয়োয় গলা শেখ হাসিনার বলে দাবি করা হচ্ছে। সেই কণ্ঠকে বলতে শোনা যাচ্ছে, যারা তাঁর দলের সদস্যদের নিশানা করেছে, তাদের করুণ পরিণতি হবে।

Sheikh Hasina: 'যে কোনও মুহূর্তে ফিরব',  বাংলাদেশে সশস্ত্র বিদ্রোহের ডাক দিলেন হাসিনা?
সশস্ত্র বিদ্রোহের ডাক দিচ্ছেন হাসিনা, অভিযোগ বিরোধীদেরImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Oct 30, 2024 | 4:04 PM

ঢাকা: বাংলাদেশে সশস্ত্র বিদ্রোহের ডাক দিতে চলেছেন শেখ হাসিনা? কয়েকটি অডিয়ো রেকর্ডিং-কে কেন্দ্র করে হইচই পড়ে গিয়েছে বাংলাদেশে। সেগুলি, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং তাঁর দল, আওয়ামি লিগের সদস্যদের মধ্যে টেলিফোনে কথোপকথনের রেকর্ডিং বলে দাবি করা হচ্ছে। গত রবিবার, সর্বশেষ অডিয়ো ক্লিপটি ভাইরাল হয়েছে। সেই অডিয়োয় গলা শেখ হাসিনার বলে দাবি করা হচ্ছে। সেই কণ্ঠকে বলতে শোনা যাচ্ছে, যারা তাঁর দলের সদস্যদের নিশানা করেছে, তাদের করুণ পরিণতি হবে। এরপরই, বিএনপি-সহ বাংলাদেশের বিরোধী দলগুলি অভিযোগ করতে শুরু করেছে, হাসিনা ফের হিংসা উস্কে দেওয়ার চেষ্টা করছেন। কারণ, অন্তর্বর্তীকালীন সরকার নাকি পরবর্তী নির্বাচনের পরিকল্পনা শুরু করে দিয়েছে।

গত ৫ অগস্ট, হেলিকপ্টারে ঢাকা ত্যাগ করে ভারতে চলে এসেছিলেন শেখ হাসিনা। তরপর থেকে ভারতেই অজ্ঞাতবাসে আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি দেশ ছাড়ার পর থেকেই তাঁর বিভিন্ন ফোনালাপের খবর আসছিল। গত সেপ্টেম্বরে একটি অডিয়ো ক্লিপ অত্যন্ত ভাইরাল হয়। আওয়ামি লিগ সমর্থকরা সেটি ব্যাপকভাবে শেয়ার করেছিলেন। সেই ক্লিপে শেখ হাসিনাকে বলতে শোনা গিয়েছিল, “আমি কাছাকাছিই আছি। প্রয়োজনে দ্রুত দেশে ফিরতে পারব।” তবে, সেটা শেখ হাসিনারই গলা কিনা সেই বিষয়ে কোনও নিশ্চয়তা ছিল না। সর্বশেষ ভাইরাল অডিয়ো ক্লিপটিতে হাসিনাকে বলতে শোনা গিয়েছে, “আমাদের লোকদের উপর যারা হামলা চালাচ্ছে তাদের তালিকা তৈরি করুন। কেউ রেহাই পাবে না। আমি যে কোনও মুহূর্তে ফিরে আসতে পারি।”

প্রাথমিকভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই অডিয়ো ক্লিপগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি বলে দাবি করেছিল। তবে পরে, বাংলাদেশের বসে হাসিনার সঙ্গে মিলে ষড়যন্ত্র করার অভিযোগে আওয়ামি লিগের বরগুনা জেলার সাধারণ সম্পাদক, জাহাঙ্গির কবিরকে গ্রেফতার করা হয়। কাজেই তারাও এই অডিয়ো ক্লিপগুলিকে গুরুত্ব সহকারে নিতে শুরু করেছে, তা বলাই যায়। বাংলাদেশের বিরোধী দলগুলিও এই অডিয়োগুলিকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছে।

প্রধান বিরোধী দল বিএনপি-র স্পষ্ট অভিযোগ, বাইরে থেকে হিংসা এবং রক্তপাতকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন হাসিনা। সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, রুহুল কবির রিজভী বলেছেন, “রবিবার শেখ হাসিনার কথোপকথনের একটি অডিয়ো ফাঁস হয়েছে, যাতে তিনি যুবলিগ ও ছাত্রলিগকে সশস্ত্র প্রতিরোধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। তার মানে তিনি রক্তপাতের হুমকি দিচ্ছেন।”