মাস্ক, সামাজিক দূরত্ববিধিতে কমেছে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা, চাঞ্চল্যকর দাবি গবেষণায়
শিশুদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার অন্যতম বড় কারণ হিসাবে মাস্ক, সামাজিক দূরত্বকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।
লন্ডন: করোনা সংক্রমণের কারণে দীর্ঘ দেড় বছর ধরে মাস্কেই ঢাকা পড়েছে মুখ। সংক্রমণের ছোঁয়াচ এড়াতে করোনাবিধি কাজে লাগলেও বিরূপ প্রভাব পড়ছে শিশুদর উপর। সম্প্রতি ইংল্যান্ডের গবেষকরা জানিয়েছে, করোনাকালে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity Power) কমে গিয়েছে অনেকটাই।
বিশেষজ্ঞদের মতে, বিগত ১৫ মাস ধরে শিশুরা বিভিন্ন ভাইরাল প্যাথোজেনের সংস্পর্শে আসেনি, ফলে দেহে তাদের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতাও। সেই কারণে সহজেই ঋতু বদলে ফ্লুতে আক্রান্ত হচ্ছে। দেহে পর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকায় আগামিদিনে বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করতে সমস্যায় পড়তে হতে পারে বলেই মত বিশেষজ্ঞদের।
শিশুদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার অন্যতম বড় কারণ হিসাবে মাস্ক, সামাজিক দূরত্বকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। অল্পবয়সী শিশুরা খেলাধুলোর সময়ে বিভিন্ন ভাইরাসের সংস্পর্শে এলেও তা শরীরে খুব একটা প্রভাব ফেলে না। বরং ওই ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠত। কিন্তু একবছরেরও বেশি সময়ে চার দেওয়ালের মাঝেই শিশুরা বন্দি থাকায় সেই রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমতে শুরু করেছে।
অন্যদিকে, ভাইরাস গবেষক বা ভাইরোলজিস্টরাও রেসপিরেটরি সিনসেশাল ভাইরাস (Respiratory Syncytial Virus) , যা ফুসফুসে সংক্রমণ ছড়ায়, এমনকি তা থেকে মৃত্যুও ঘটতে পারে, এমন সংক্রমণ এক বছরের কম বয়সী শিশুদের মধ্যে দেখা গিয়েছে। বর্তমানে করোনা সংক্রমণের কারণে শিশুরা গৃহবন্দি থাকলেও আগামিদিনে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরা শুরু করলেই ভয়ঙ্কর আকারে আরএসভি সহ একাধিক রোগ শিশুদের দেহে বাসা বাঁধতে পারে বলেই আশঙ্কা চিকিৎসক-গবেষকদের।
ব্রিটিশ রিপোর্ট অনুযায়ী, সে দেশে করোনা সংক্রমণের আগে প্রতি বছরই ৩০ হাজারেরও বেশি পাঁচ বছরের কম বয়সী শিশু রেসপিরেটরি সিনসেশাল ভাইরাস সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হত। গত বছর থেকে গৃহবন্দি থাকার কারণে সেই সংক্রমণ নামমাত্র সংখ্যায় এসে পৌঁছেছে। তবে গতবছর শীতে শিশুদের মধ্য ফ্লু না হওয়ায়, এই বছরে তা ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারেব বলেই ধারণা ভাইরোলজিস্টদের।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দাপুটে ভ্যারিয়েন্ট হওয়ার পথে ডেল্টা, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা