AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

US-China: ‘আমরা যুদ্ধের প্ল্যান করি না, জড়াইও না’, ট্রাম্প শুল্কের হুমকি দিতেই মোক্ষম জবাব চিনের

US Tariff on China: ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপানোর পর এবার চিনের উপরও ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর মুখে সেই এক কথা, চিন যদি রাশিয়া থেকে পেট্রোলিয়াম কেনা বন্ধ না করে, তাহলে তিনি শুল্ক চাপাবেন। পাল্টা জবাব দিতে ছাড়ল না চিনও। 

US-China: 'আমরা যুদ্ধের প্ল্যান করি না, জড়াইও না', ট্রাম্প শুল্কের হুমকি দিতেই মোক্ষম জবাব চিনের
আমেরিকার হুমকিতে দমছে না চিন।Image Credit: PTI
| Updated on: Sep 14, 2025 | 7:22 AM
Share

ওয়াশিংটন: ভারতের পর এবার ট্রাম্পের নিশানা চিন। ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপানোর পর এবার চিনের উপরও ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর মুখে সেই এক কথা, চিন যদি রাশিয়া থেকে পেট্রোলিয়াম কেনা বন্ধ না করে, তাহলে তিনি শুল্ক চাপাবেন। পাল্টা জবাব দিতে ছাড়ল না চিনও।

নিজের সোশ্যাল হ্যন্ডেল, ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট শনিবারই লেখেন যে ন্যাটো সদস্যরা যে রাশিয়া থেকে তেল কিনছে, তা জেনে তিনি হতভম্ব। তাদের রাশিয়া থেকে তেল কিনতে বারণ করেন। অভিযোগের আঙুল তুলে লেখেন, “এই যুদ্ধে জিততে ন্যাটোর প্রচেষ্টা ১০০ শতাংশেরও কম।”

ন্যাটো সদস্যদের উদ্দেশে ট্রাম্প লেখেন, “যদি সকল ন্যাটো সদস্য দেশ রাজি হয়, তাহলে আমি রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা চাপাতে প্রস্তুত। সব ন্যাটো সদস্যরা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। আমি প্রস্তুত, আপনারা শুধু বলুন কবে করতে হবে।”

এদিকে, চিনের উপরে শুল্ক চাপানোর হুমকি দিয়ে পার পাননি ট্রাম্প। শনিবারই চিন পাল্টা জবাব দেয় যে তারা কোনও যুদ্ধেও জড়ায় না বা কোনও যুদ্ধের পরিকল্পনাও করে না।  

স্লোভানিয়া সফরে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই ওয়াশিংটনকে কড়া বার্তা দিয়ে বলেন যে যুদ্ধ কোনও সমস্যার সমাধান করতে পারে না। নিষেধাজ্ঞা সেই বিষয়টাকে আরও জটিল করে তোলে।

এদিকে আমেরিকা এখন জি ৭ দেশগুলির কাছে অর্থাৎ ফ্রান্স, কানাডা, জার্মানি, ইটালি, জাপান ও ইংল্যান্ডের কাছেও আর্জি জানিয়েছে যে তারা যেন ভারত ও চিনের উপরে শুল্ক চাপিয়ে রাশিয়ার উপরে চাপ সৃষ্টি করে।