Indian Stock Market: ৬ দিনে ঢুকেছে ৩১ হাজার কোটি টাকা, আশার আলো দেখছে ভারতের শেয়ার বাজার!
Indian Equity Market: বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের ভারতের বাজার থেকে ইক্যুইটি কিনে নেওয়ার ফলে ভারতের ২ বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০ ও সেনসেক্স ঘুরেও দাঁড়িয়েছে।

সেপ্টেম্বরের শেষ থেকে ভারতের বাজারের ক্রমাগত পতনের পর মার্চ মাসে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছিল দালাল স্ট্রিট। তথ্য বলছে, সেপ্টেম্বর থেকে টানা ভারতের বাজার থেকে টাকা তুলে নিয়েছিল বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ও বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা। এমনকি শুধু মার্চেই ৩ হাজার ৯৭৩ কোটি টাকা ভারতের বাজার থেকে তুলেছে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা।
কিন্তু এটাই শেষ কথা নয়, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে যথাক্রমে ৩৪ হাজার ৫৭৪ কোটি ও ৭৮ হাজার ২৭ কোটি টাকা ভারতের বাজার থেকে তুলে নিয়েছিল বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা। কিন্তু এর বিপরীতে মার্চে ৩ হাজার ৯৭৩ কোটি টাকা তুলে নেওয়া হলেও মার্চের শেষ ৬টি ট্রেডিং সেশনে (২১ মার্চ থেকে ২৮ মার্চ) ভারতের বাজারে ঢুকেছে প্রায় ৩১ হাজার কোটি টাকা।
বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের ভারতের বাজার থেকে ইক্যুইটি কিনে নেওয়ার ফলে ভারতের ২ বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০ ও সেনসেক্স ঘুরেও দাঁড়িয়েছে। আর বিদেশি বিনিয়োগকারীদের ভারতের বাজারের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়ার একটা বড় কারণ হল, ২০২৪-এর সেপ্টেম্বরে একেবারে সর্বকালের সেরা উচ্চতায় উঠেছিল ভারতের বাজার। আর তারপরই প্রায় ১৬ শতাংশ কারেকশন হয় ভারতের বাজারের। এ ছাড়াও ডলারের তুলনায় সম্প্রতি দাম বেড়েছে ভারতীয় টাকার। কমে গিয়েছে ভারতের মুদ্রাস্ফীতি, বেড়েছে দেশের জিডিপি।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





