Bank Of Baroda Hiked FD Rates : FD-তে ফের বাড়ল সুদের হার, মুখে চওড়া হাসি বিনিয়োগকারীদের
Bank Of Baroda Hiked FD Rates : ফিক্সড ডিপোজ়িটে সুদের হার বাড়াল ব্যাঙ্ক অব বরোদা। ২ কোটি টাকার নীচে আমানতে বিভিন্ন পরিমাণের আমানতে বেড়েছে সুদের হার।
গত মাসে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধির পরই বেশ একাধিক সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজ়িটে সুদের হার বাড়িয়েছিল। পাশাপাশি বিভিন্ন ঋণের ক্ষেত্রেও সুদের হার বাড়িয়েছিল এই ব্যাঙ্কগুলি। এবার ফিক্সড ডিপোজ়িটে নয়া সুদের হার ঘোষণা করেছে। ২ কোটি টাকার নীচে ফিক্সড ডিপোজ়িটে সুদের হার বাড়িয়েছে এই ব্যাঙ্ক। বৃহস্পতিবার (২৮ জুলাই) থেকে এই নয়া সুদের হার ঘোষণা করেছে ব্যাঙ্ক অব বরোদা। বর্তমানে এই ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের ৩-৫.৫০ শতাংশ সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের জন্য় সেই সুদের হার ৩.৫ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ।
২ কোটি টাকার নীচে ব্যাঙ্ক অব বরোদার ফিক্সড ডিপোজ়িটে নয়া সুদের হার :
৭ দিন থেকে ১৪ দিন – সাধারণ জনগণের জন্য: ৩ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৩.৫০ শতাংশ
১৫ দিন থেকে ৪৫ দিন – সাধারণ জনগণের জন্য: ৩ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৩.৫০ শতাংশ
৪৬ দিন থেকে ৯০ দিন – সাধারণ জনগণের জন্য: ৪ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৪.৫০ শতাংশ
৯১ দিন থেকে ১৮০ দিন – সাধারণ জনগণের জন্য: ৪ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৪.৫০ শতাংশ
১৮১ দিন থেকে ২৭০ দিন – সাধারণ জনগণের জন্য: ৪.৬৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৫.১৫ শতাংশ
২৭১ দিন ও তার বেশি থেকে ১ বছরের কম – সাধারণ জনগণের জন্য: ৪.৬৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৫.১৫ শতাংশ
১ বছর – সাধারণ জনগণের জন্য: ৫.৩০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৫.৮০ শতাংশ
১ বছর থেকে ৪০০ দিনের বেশি – সাধারণ জনগণের জন্য: ৫.৪৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৫.৯৫ শতাংশ
৪০০ দিন থেকে ২ বছর পর্যন্ত – সাধারণ জনগণের জন্য: ৫.৪৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৫.৯৫ শতাংশ
২ বছরের বেশি থেকে ৩ বছর পর্যন্ত – সাধারণ জনগণের জন্য: ৫.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৬ শতাংশ
৩ বছরের বেশি থেকে ৫ বছর পর্যন্ত – সাধারণ জনগণের জন্য: ৫.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৬ শতাংশ
৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত – সাধারণ জনগণের জন্য: ৫.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৬ শতাংশ
১০ বছরের বেশি (শুধুমাত্র MACT/MACAD কোর্ট অর্ডার স্কিম) – সাধারণ জনগণের জন্য: ৫.১০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৫.৬০ শতাংশ।