একধাক্কায় হাতছাড়া দ্বিতীয় স্থান, চার দিনে কত হাজার কোটি খোয়ালেন আদানি?
চারটি অ্যাকাউন্ট যেখানে আদানিদের লগ্নি আছে, সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। আর তার জেরেই এই ধাক্কা।
নয়া দিল্লি: রাতারাতি সম্পত্তি কমছে দুনিয়ার অন্যতম ধনী ব্যক্তি গৌতম আদানির (Gautam Adani)। মাত্র কয়েকদিনের মধ্যে এশিয়ার দ্বিতীয় ধনীতম ব্যক্তির তকমা হারিয়েছেন তিনি। মোট সম্পত্তির পরিমাণও কমছে ক্রমশ। মাত্র চার দিনে কয়েক বিলিয়ন ডলার হারিয়েছেন আদানি। পরিসংখ্যান বলছে, আদানির সম্পত্তি কমেছে ১৪ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রার হিসেবে যা প্রায় ১০ হাজার কোটির কিছু বেশি।
মাত্র চার দিনে এত বেশি পরিমাণ সম্পত্তি হারানোর নজির বিশ্বের অন্যান্য বিলিয়নেয়ারদের মধ্যেও খুঁজে পাওয়া কঠিন। গত এক বছরে আদানির যে উল্লেখযোগ্য উত্থান হয়েছে তা থেকে পতন হচ্ছে রাতারাতি। ধন সম্পত্তিতে মুকেশ আম্বানিকেও কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন তিনি। এশিয়ার ধনীতম ব্যক্তিদের তালিকায় মুকেশের পর দ্বিতীয় স্থানেই ছিলেন তিনি। কিন্তু সেই জায়গা তিনি হারিয়েছেন। এই মুহূর্তে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন চিনের ঝং শানশাং। গত সপ্তাহের শেষে আদান আদানির মোট সম্পত্তির পরিমাণ ছিল ৭৭ বিলিয়ন ডলার বা ৭,৭০০ কোটি ডলার আর এই কয়েকদিনে তা কমে হয়েছে ৬২.৩ বিলিয়ন ডলার বা প্রায় ৬,২০০ কোটি ডলার।
সম্প্রতি আদানির সংস্থায় বিনিয়োগ করা মরিশাসের তিনটি সংস্থার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে ‘ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজেটরি লিমিটেড’। আর সেই ধাক্কাতেই শেয়ার বাজারে এমন উল্কাপতন আদানিদের। গত সোমবার ওই ঘটনার পরই আদানি গ্রুপের শেয়ার রাতারাতি ২৫ শতাংশ পড়ে যায়। তবে আদানি গ্রুপ এই দাবি উড়িয়ে দিয়েছিল। তারা জানিয়েছিল অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়নি। এখনও সেগুলি অ্যাকটিভই রয়েছে।
আরও পড়ুন: ল্যাম্পপোস্টে বেঁধে পেটাবেন না তো রত্না! বৈশাখীর জন্য নিরাপত্তা চেয়ে কমিশনারকে শোভনের চিঠি
যার ফলে কিছুটা হলেও শেয়ার বাজারে উন্নতি হয়। স্টেকহোল্ডারদেরও ভরসা দিতে শুরু করেছিল আদানিরা। তবে, তাতে খুব একটা লাভ হয়নি। আশ্বস্ত হতে পারেননি অন্য বিনিয়োগকারীরা।