Budget 2023: ‘শক্তিশালী ভারতের ভিত্তি’, বাজেটের প্রশংসায় নমো
Budget Session 2023 Parliament LIVE: বুধবার লোকসভায় বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সকাল ১১ টায় শুরু করবেন বক্তৃতা।
নয়া দিল্লি: আজ লোকসভায় (Loksabha) বাজেট (Union Budget 2023) পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Union Finance Minister) নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। সকাল ১১ টায় তিনি বাজেট বক্তৃতা শুরু করবেন। গোটা দেশের নজর এই বাজেটের দিকে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে দ্বিতীয় দফার মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট এটি। ফলত এই বাজেটে একাধিক জনমুখী প্রকল্পের ঘোষণা করা হতে পারে বলে আশায় বুক বাঁধছেন মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সব সাধারণ নাগরিকরা। বাজেট পেশের পর একাধিক দ্রব্যের উপর আমদানি শুল্ক বাড়ানো ও কমানোর কারণে কোন দ্রব্যের দাম বাড়ল বা কমল সেই দিকে তো নজর থাকবেই আম জনতার। এই বাজেটে আয়কর স্ল্যাবে বড় ছাড় দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে মঙ্গলবার থেকে শুরু হয়ে গিয়েছে বাজেট অধিবেশন। ১৩ ফেব্রুয়ারি শেষ হবে বাজেট অধিবেশনের প্রথম ভাগ। দ্বিতীয় ভাগের অধিবেশন শুরু হবে ১২ মার্চ থেকে এবং চলবে ৬ এপ্রিল অবধি। বাজেট অধিবেশনের প্রথমার্ধে আজ বাজেট পেশ করবেন নির্মলা। বাজেট সংক্রান্ত সমস্ত খবর জেনে নিন এখানে।
LIVE NEWS & UPDATES
-
উচ্চাকাঙ্ক্ষী সমাজের স্বপ্ন পূরণ করবে এই বাজেট : প্রধানমন্ত্রী মোদী
২০২৩-২৪ সালের কেন্দ্রীয় বাজেট দরিদ্র মানুষ, মধ্যবিত্ত, কৃষকসহ উচ্চাকাঙ্ক্ষী সমাজের স্বপ্ন পূরণ করবে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
-
শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ ২৩-র বাজেটে
২৩-র বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ হল ১.১২ লক্ষ কোটি টাকা। এখনও পর্যন্ত যা সর্বোচ্চ। স্বাস্থ্যখাতে বরাদ্দ বাজেট ৬৩ হাজার ২০০ কোটি টাকা।
-
-
বাজেটে রেলের বরাদ্দ
রেলের জন্য সর্বোচ্চ পরিমাণ অর্থ বরাদ্দ হল ২৩-র বাজেটে।
বিস্তারিত পড়ুন : Union Budget 2023: ২.৪০ লক্ষ কোটি, রেলে ‘সর্বোচ্চ’ বরাদ্দ ২৩-এর বাজেটে
-
এই বাজেটে ফোকাস আদিবাসী উন্নয়নে
-
বিকল্প শক্তি তৈরিতে ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ
-
-
AI নিয়ে কী ঘোষণা এই বাজেটে?
-
প্রবীণদের জন্য বড় ঘোষণা এই বাজেটে
-
কোন কোন পণ্যের বাড়ল দাম?
দাম বাড়ছে সিগারেট, সোনার।
বিস্তারিত পড়ুন : Cigarettes Price Hike: সিগারেটের দাম বাড়ছে, ঊর্ধ্বমুখী সোনা-রুপোও
-
ক্ষুদ্র শিল্পে সুদের হার কমাতে উদ্যোগ
-
কী কী পণ্যের কমল দাম?
দাম কমছে মোবাইল ফোন, লিথিয়াম ব্যাটারির। সস্তা হবে অটো-মোবাইল।
-
নতুন কর কাঠামোয় ছাড় আয়করে
-
১৫৭ নতুন নার্সিং কলেজ
২০১৪ সাল থেকে প্রতিষ্ঠিত ১৫৭ টি মেডিকেল কলেজের সঙ্গে মিল রেখে ১৫৭টি নতুন নার্সিং কলেজ স্থাপন করা হবে: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
-
শনাক্তকরণের জন্য কেবলমাত্র প্যান
স্থায়ী অ্যাকাউন্ট নম্বর থাকা প্রয়োজন এমন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য সরকারি সংস্থার সমস্ত ডিজিটাল সিস্টেমের জন্য শনাক্তকারী নথি হিসেবে শুধুমাত্র প্যানই ব্যবহার করা হবে: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
-
তিনটি সেন্টার অব এক্সিলেন্স স্থাপন
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, ‘মেক এআই ইন ইন্ডিয়া’ এবং ‘মেক এআই ওয়ার্ক ফর ইন্ডিয়া’র লক্ষ্য পূরণে দেশের শীর্ষ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য তিনটি সেন্টার অব এক্সিলেন্স স্থাপন করা হবে।
-
আরও বিমানবন্দর…
আঞ্চলিক বিমান যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ৫০টি অতিরিক্ত বিমানবন্দর, হেলিপ্যাড, ওয়াটার অ্যারো ড্রোন, অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ড পুনরুজ্জীবিত করা হবে: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
-
১০,০০০ বায়ো ইনপুট রিসোর্স সেন্টার
আগামী তিন বছরে এক কোটি কৃষক প্রাকৃতিক চাষে সহায়তা পাবেন। ১০,০০০ বায়ো ইনপুট রিসোর্স সেন্টার স্থাপন করা হবে: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
-
পিএম আবাস যোজনায় বাড়ল বরাদ্দ
পিএম আবাস যোজনায় বরাদ্দ ৬৬ শতাংশ বাড়িয়ে ৭৯ হাজার কোটি করার ঘোষণা করা হয়েছে। গত বছর অর্থাৎ ২০২২-২৩ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।
-
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ৪.০
অর্থমন্ত্রী জানিয়েছেন, সরকার প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ৪.০ চালু করবে। বিভিন্ন রাজ্যে ৩০ টি স্কিল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার স্থাপন করা হবে। এর মাধ্যমে দেশের যুবদের আন্তর্জাতিক সুযোগের জন্য তৈরি করা হবে।
-
যুবদের জন্য ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার
আগামী তিন বছরে ৪৭ লক্ষ যুবককে সাহায্য় করতে প্যান ইন্ডিয়া ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ স্কিমের আওতায় ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার চালু করা হবে: অর্থমন্ত্রী সীতারামন
-
১০০টি ল্যাব স্থাপন
৫ জি পরিষেবা ব্যবহার করে অ্যাপ তৈরির জন্য ১০০টি ল্যাব স্থাপন করা হবে। নতুন সুযোগ, ব্যবসায়িক মডেল এবং কর্মসংস্থানের সম্ভাবনা উপলব্ধি করার জন্য, ল্যাবগুলি স্মার্ট ক্লাসরুমস, প্রিসিশন ফার্মিং, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমস এবং হেলথকেয়ারের মতো অ্যাপ্লিকেশনগুলি কভার করবে বলে জানিয়েছন নির্মলা।
-
মৃতকালে পৌঁছতে পথ দেখাবে নির্মলার ‘সপ্ত ঋষি’
বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করতে গিয়ে জানান, এবারের বাজেটে সাতটি বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে। এই বিষয়গুলির উপরে ভিত্তি করেই তৈরি করা হয়েছে বাজেট। এই বিষয়গুলি একে অপরের পরিপূরক। এগুলি সপ্তঋষির মতো আমাদের অমৃতকালের দিকে এগিয়ে যাওয়ার পথ দেখাবে।
-
আয়কর ছাড় নিয়ে বড় ঘোষণা নির্মলার
আয়কর ছাড়ের সীমা বৃদ্ধি। নয়া কর ব্যবস্থার অধীনে ৭ লক্ষ টাকা আয় পর্যন্ত দিতে হবে না আয়কর। এ দিন বাজেট পেশের সময় এমন ঘোষণা করলেন নির্মলা। নয়া আয়কর ব্যবস্থা অনুযায়ী, ৩ লক্ষ টাকা পর্যন্ত কোনও আয়কর দিতে হবে না। ৩ লক্ষ টাকা থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ। ১৫ লক্ষ টাকার উপরে আয়কর দিতে হবে ৩০ শতাংশ।
-
রাজস্ব ঘাটতি কমানোর আশ্বাস
২০২৫-২৬ সালের মধ্যে রাজস্ব ঘাটতি ৪.৫ শতাংশের নীচে নামিয়ে আনা হবে: অর্থমন্ত্রী সীতারামন
-
বস্ত্র ও কৃষি ব্যতীত অন্যান্য পণ্যে মৌলিক শুল্ক কমিয়ে ১৩ শতাংশ
আমি বস্ত্র ও কৃষি ব্যতীত অন্যান্য পণ্যের উপর মৌলিক শুল্কের হার ২১% থেকে কমিয়ে ১৩% করার প্রস্তাব করছি। ফলস্বরূপ, খেলনা, সাইকেল, অটোমোবাইল সহ কিছু আইটেমের উপর মৌলিক কাস্টম ডিউটি, সেস এবং সারচার্জে সামান্য পরিবর্তন হবে: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
-
প্রবীণ নাগরিকদের জন্য সুখবর
সিনিয়ার সিটিজেনদের সেভিংসে সর্বোচ্চ বিনিয়োগ বেড়ে ৩০ লক্ষ টাকা হয়েছে।
-
অমৃতকালে মহিলাদের জন্য বিশেষ সেভিংস স্কিমের ঘোষণা
আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট দু’ বছরের জন্য চালু হচ্ছে। সর্বোচ্চ জমার পরিমাণ ২ লক্ষ টাকা। এই মহিলা সম্মান সেভিংসে সুদ মিলবে ৭.৫ শতাংশ।
-
‘এক জেলা, এক পণ্য’
রাজ্যগুলিকে ‘এক জেলা, এক পণ্য’ এবং জিআই পণ্য এবং অন্যান্য হস্তশিল্পের প্রচার ও বিক্রয়ের জন্য রাজ্যের রাজধানী বা রাজ্যের সর্বাধিক জনপ্রিয় পর্যটন গন্তব্যে একটি ‘ইউনিটি মল’ স্থাপন করতে উত্সাহিত করা হবে: অর্থমন্ত্রী সীতারামন
-
কৃষিক্ষেত্রে স্টার্ট আপের জন্য ঘোষণা নির্মলার
তরুণ উদ্যোক্তাদের কৃষি স্টার্টআপকে উৎসাহিত করতে একটি কৃষি অ্যাকসেলারেটর ফান্ড গঠন করা হবে: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
-
অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন
২০২৩-২৪ সালের বাজেটে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, শেষ মাইলে পৌঁছানো, অবকাঠামো ও বিনিয়োগ, সম্ভাবনা, সবুজ প্রবৃদ্ধি, যুব ও আর্থিক ক্ষেত্রকে উন্মুক্ত করার উপর জোর দেওয়া হয়েছে: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
-
প্রযুক্তি-চালিত এবং জ্ঞান-ভিত্তিক অর্থনীতিতে জোর
অমৃত কালে আমাদের নজর রয়েছে একটি প্রযুক্তি-চালিত এবং জ্ঞান-ভিত্তিক অর্থনীতি, শক্তিশালী পাবলিক ফাইন্যান্স এবং একটি শক্তিশালী আর্থিক খাতের উপর। ‘সবকা সাথ, সবকা প্রয়াস’-এর মাধ্যমে এই ‘জনভাগীদারি’ অর্জন করা অপরিহার্য: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
-
বাজেটে জোর পর্যটনে
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৩-২৪ সালের বাজেট পেশের সময় বলেন, মিশন মোডে পর্যটনের প্রচার করা হবে।
-
বাতিল পুরনো গাড়ি ও অ্যাম্বুলেন্স
সমস্ত পুরনো গাড়ি ও অ্যাম্বুলেন্স তুলে নিতে হবে। এর জন্য রাজ্যকে আর্থিক সাহায্য দেওয়া হবে।
-
রাজ্যের সুদবিহীন ঋণের মেয়াদ আরও ১ বছর বাড়ানো হল: অর্থমন্ত্রী
রাজ্যগুলির জন্য কিছু সুখবরও দিলেন অর্থমন্ত্রী। তিনি ঘোষণা করেছিলেন যে রাজ্য সরকারগুলিকে ৫০ বছরের সুদবিহীন ঋণ আরও এক বছরের জন্য বাড়ানো হবে।
-
বাজেট পেশ শুরু হতেই ‘ভারত জোড়ো’ স্লোগান উঠল সংসদে
এটাই ‘অমৃতকালে’র প্রথম বাজেট (Union Budget 2023)। বাজেট পেশ করার শুরুতে এ কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharama)। তিনি জানান, স্বাধীনতার ১০০ তম বর্ষে ভারতের অর্থনীতি কোথায় পৌঁছবে, তারই ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে এবারের বাজেটে। গত অর্থবর্ষে দেশের অর্থনীতি কোন পথে ঘুরে দাঁড়িয়েছে, সেই বর্ণনা যখন সীতারামন করছিলেন, সেই সময় বিরোধীদের স্লোগান শোনা যায় সংসদে। কংগ্রেস সাংসদেরা সংসদের মধ্যেই ‘ভারত জড়ো’, ‘ভারত জড়ো’ স্লোগান দিতে শুরু করেন।
বিস্তারিত পড়ুন: Union Budget 2023: বাজেট পেশ শুরু হতেই ‘ভারত জোড়ো’ স্লোগান উঠল সংসদে
-
কম্পিউটারাইজড কো-অপারেটিভ ব্যাঙ্ক
কো-অপারেটিভ ব্যাঙ্কগুলি কম্পিউটারাইজড করা হবে। এর ফলে কাজ আরও সহজ হয়ে যাবে। উপকৃত হবেন গ্রামাঞ্চলের মানুষরা।
-
প্রায় ৪০ হাজার শিক্ষক নিয়োগ
একলাভ্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল- আগামী তিন বছরে ৭৪০ টি স্কুলের জন্য ৩৮,৮০০ শিক্ষক ও সাপোর্ট স্টাফ নিয়োগ করবে কেন্দ্র। প্রায় ৩.৫ লক্ষ জনজাতি সম্প্রদায়ের পড়ুয়াদের সুবিধা হবে এতে। : অর্থমন্ত্রী নির্মলা সীতারামন -
পঞ্চায়েত ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্যের উন্নতিতে জোর
পঞ্চায়েত ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্যের উন্নতিতে জোর দেওয়া হবে। শিক্ষকদের প্রশিক্ষণে বিশেষ জোর। ওষুধ ক্ষেত্রে গবেষণায় বিশেষ প্রকল্প করা হবে। পঞ্চায়েত স্তরে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি সংযোগ করা হবে।
-
কাঁচামাল দিয়ে সাহায্য করা হবে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে
অমৃতকালে প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ার লক্ষ্য নিয়ে এগোনো হয়েছে। যুব প্রজন্মের স্বপ্ন পূরণে জোর দেওয়া হয়েছে। কর্মসংস্থানের সুযোগ রয়েছে। দীনদয়াল অন্ত্যোদয় যোজনায় ৮১ লক্ষ স্বনির্ভর মহিলা গোষ্ঠী উপকৃত হয়েছে। কাঁচামাল দিয়ে সাহায্য করা হবে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বলে আশ্বাস দিয়েছেন নির্মলা।
-
পিএম বিশ্বকর্মা স্কিল ডেভেলপমেন্ট স্কিম
পিএম বিশ্বকর্মা স্কিল ডেভেলপমেন্ট স্কিম চালু করা হবে। শিল্পীদের স্কিলের উন্নয়নের উদ্দেশ্যে এই স্কিম নিয়ে আসা হবে বলে জানালেন অর্থমন্ত্রী। এর ফলে আরও প্রফেশনাল উপায়ে শিল্পীরা কাজ করতে পাবেন।
-
বিশ্ব ভারত এখন এক উজ্জ্বল নক্ষত্র
বিশ্ব ভারতকে একটি উজ্জ্বল নক্ষত্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। চলতি বছরের জন্য আমাদের প্রবৃদ্ধি অনুমান করা হয়েছে ৭.০%। মহামারি এবং যুদ্ধের কারণে সৃষ্ট ব্যাপক বৈশ্বিক মন্দা সত্ত্বেও এটি বিশ্বের সমস্ত বড় বড় অর্থনীতির মধ্যে সর্বোচ্চ: অর্থমন্ত্রী সীতারামন
-
ছোট ছোট প্রকল্পে জোর
ছোট ছোট প্রকল্পে জোর, স্বচ্ছ ভারত, উজ্জ্বলা মিশন, ২২০ কোটি করোনা টিকাকরণ, ৪৭ কোটি পিএম জনধন প্রকল্প। নগদ ২.২ লক্ষ কোটি টাকা ১১.৪ কোটি কৃষকদের দেওয়া হয়েছে পিএম কিষাণ সম্মান নিধির মাধ্যমে : নির্মলা
-
কৃষি স্টার্টআপের জন্য বিশেষ তহবিল গঠন
নির্মলা বলেন, “কৃষি স্টার্টআপের জন্য বিশেষ তহবিল গঠন করা হচ্ছে। মিলেটের উন্নয়নে বিশেষ জোর। আমরা বিশ্বে সর্বাধিক উৎপাদন করি। জোয়ার, বাজরা, রাগির অনেক উপকারিতা রয়েছে।” তিনি এ দিন হর্টিকালচারের জন্য ২ হাজার ২০০ কোটির তহবিল ঘোষণা করেছেন।
-
বসুদেব কুটুম্বকম
নির্মলা বলেন, “বসুদেব কুটুম্বকম -আমরা মানুষ কেন্দ্রিক প্রকল্প ও উন্নয়নের উপরে জোর দিচ্ছি।” সবকা সাথ সবকা বিকাশ নিয়ে অর্থমন্ত্রী বলেন, “সবকা সাথ সবকা বিকাশ- কৃষক, মহিলারা, অনগ্রসর জাতি ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া সম্প্রদায়দের উন্নয়ন ঘটিয়েছে। কাশ্মীর ও উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন ঘটেছে। এই বাজেট সেটা বজায় রাখবে।”
-
উন্নত জীবনযাত্রা
সরকার নিশ্চিত করেছে সকলের জীবন যাপনের মান যাতে উন্নত হয়। পার ক্যাপিটা আয় দ্বিগুণ হয়ে বর্তমানে হয়েছে ১.৯৭ লাখ টাকা।
-
মহিলাদের আর্থিক ক্ষমতায়ন
সমাজের সব স্তরে উন্নয়য়ন পৌঁছবে। অমৃতকালের জোর দেওয়া হচ্ছে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন, দীন দয়ার যোজনা মিশনে গ্রামের মহিলারা ৮১ লক্ষ জনকে জুড়ে বিশেষ অগ্রগতি হয়েছে।
-
‘আগামী এক বছরের জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ’
আগামী এক বছরের জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হবে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে ২ লক্ষ কোটি টাকা খরচ বহন করবে কেন্দ্র সরকার।
-
বিশ্বের দশম থেকে পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়েছে ভারত: নির্মলা
২০১৪ সাল থেকে সরকার সমস্ত নাগরিকের জন্য উন্নত মানের জীবন এবং মর্যাদার জীবন নিশ্চিত করেছে। মাথাপিছু আয় দ্বিগুণেরও বেশি বেড়ে হয়েছে ১.৯৭ লক্ষ টাকা। এই ৯ বছরে ভারতীয় অর্থনীতির আকার বিশ্বের দশম থেকে পঞ্চম বৃহত্তম হয়েছে: অর্থমন্ত্রী সীতারামন
-
ভারতের জি-২০ সভাপতিত্ব
বৈশ্বিক চ্যালেঞ্জের এই সময়ে, ভারতের জি-২০ সভাপতিত্ব আমাদের বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় ভারতের ভূমিকা শক্তিশালী করার একটি অনন্য সুযোগ দিয়েছে: অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
-
‘সব স্তরের জন্য এই বাজেট’
সমাজের সব স্তরের জন্য এই বাজেট। বিশেষ করে যুব, কৃষক, জনজাতি,উপজাতির উপরে জোর দেওয়া হয়েছে এই বাজেটে। ভারতের সাফল্যকে স্বীকৃতি দিচ্ছে গোটা বিশ্ব। করোনার টিকাকরণে বড় সাফল্য,করোনাকালে আমরা নিশ্চিত করেছি যাতে কেউ খালি পেটে ঘুমাতে না যান: নির্মলা
-
বাজেট পেশ শুরু করলেন নির্মলা
Delhi | Finance Minister Nirmala Sitharaman presents #UnionBudget 2023-24
“This is the first Budget in Amrit Kaal,” FM says. pic.twitter.com/JEExXWl2Ko
— ANI (@ANI) February 1, 2023
-
বাজেটে অনুমোদন মন্ত্রিসভার
বর্তমান নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের শেষ কেন্দ্রীয় বাজেটে অনুমোদন দিল মন্ত্রিসভা। শীঘ্রই লোকসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
-
দরিদ্রপন্থী, মধ্যবিত্তপন্থী বাজেট: প্রহ্লাদ যোশী
সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, গোটা বিশ্ব ভারতের মডেলকে গ্রহণ করছে। ভারত এগিয়ে যাচ্ছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। বিরোধীদের অসন্তুষ্ট হওয়া উচিত নয়। যদি তাদের কোনও অভিযোগ থাকে তবে তা সরকারের বিরুদ্ধে হোক। দেশের উন্নয়নের জন্য সন্তুষ্টি দেখানোর জন্য তাদের বড় মনের পরিচয় দেওয়া উচিত। তিনি এদিন বলেছেন, “সেরা বাজেট হবে। এটি একটি দরিদ্রপন্থী, মধ্যবিত্তপন্থী বাজেট।”
-
সংসদে কড়া নিরাপত্তায় আসল বাজেট কপি
Delhi | #Budget copies brought to Parliament, ahead of Budget presentation at 11am pic.twitter.com/dAF2M0QEUk
— ANI (@ANI) February 1, 2023
-
নির্মলার লাল শাড়িতে রইল হ্যান্ডলুমের ছোঁয়া
প্রতিবারই বাজেটে বিভিন্ন পণ্যের দাম বাড়া, দাম কমা থেকে আয়করে ছাড়ের ঘোষণার উপরে নজর থাকে, তেমনই বিশেষ নজর থাকে অর্থমন্ত্রীর লুকের উপরেও। প্রতিবারই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কী শাড়ি (Saree) পরেন, তার উপরে সকলের নজর থাকে। এবারের বাজেটেও লাল শাড়িতেই দেখা গেল অর্থমন্ত্রীকে। অর্থমন্ত্রীর শাড়ি ছিল সিল্কের। কালো ও সোনালি পাড়ের লাল রঙের শাড়িতে খুব সাধারণই সাজসজ্জা রেখেছিলেন।
-
‘ভারতের বাজেটের দিকে তাকিয়ে বিশ্বের একাধিক দেশ’
গতকাল শুরু হয়ে বাজেট অধিবেশন। এই অধিবেশন শুরু হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী বলেন, “বর্তমানে ভারতের বাজেটের দিকে তাকিয়ে বিশ্বের একাধিক দেশ।”
-
ইউনিয়ন বাজেট অ্যাপে দেখা যাবে বাজেট নথি
বাজেট পেশের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অনুমোদন করবে। অতীতে অর্থমন্ত্রী আসার আগে বাজেটের অনুলিপি সংসদ কমপ্লেক্সে নিয়ে আসা হত। তবে এ বছর কোভিড -১৯ প্রোটোকল মেনে কোনও নথি ছাপানো হয়নি। তবে সাংসদদের বাজেট কপি দেওয়া হবে। এছাড়াও বাজেট নথি সরকারি ওয়েবসাইটেও আপলোড করা হবে এবং ইউনিয়ন বাজেট অ্যাপেও আপলোড করা হবে এই নথি।
ইউনিয়ন বাজেট অ্যাপের সম্বন্ধে বিস্তারিত জানতে পড়ুন: এ বছরের বাজেটও হবে পেপারলেস, Union Budget মোবাইল অ্যাপ সম্বন্ধে খুঁটিনাটি জেনে নিন
-
শুরু মন্ত্রিসভার বৈঠক
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংসদে শুরু হল মন্ত্রিসভার বৈঠক। এরপর হবে বাজেট পেশ।
Union Cabinet meeting chaired by PM Modi begins at Parliament
After the Cabinet approves the Budget 2023, it will be presented in Parliament by FM Sitharaman https://t.co/81tpIKyuVM
— ANI (@ANI) February 1, 2023
-
সংসদে পৌঁছলেন মোদী
সংসদে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মন্ত্রিসভার বৈঠক। বাজেটে মন্ত্রিসভার অনুমোদনের পর ১১ টায় বাজেট পেশ করবেন নির্মলা।
Prime Minister Narendra Modi arrives at the Parliament.
A Union Cabinet meeting will be held here shortly. Following this, Union Finance Minister Nirmala Sitharaman will present the #UnionBudget2023 at the Parliament, at 11 am. pic.twitter.com/t8pD8LsNfN
— ANI (@ANI) February 1, 2023
-
রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মুর সঙ্গে নির্মলা
দ্রৌপদী মুর্মুর থেকে অনুমতি নিতে রাষ্ট্রপতি ভবনে গিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, অর্থ প্রতিমন্ত্রী ভগবত কারাদ, পঙ্কজ চৌধুরি ও অর্থ মন্ত্রকের বর্ষীয়ান আধিকারিকরা।
Union Minister of Finance and Corporate Affairs Nirmala Sitharaman, MoS Dr Bhagwat Kishanrao Karad, MoS Pankaj Chaudhary and senior officials of the Ministry of Finance called on President Droupadi Murmu at Rashtrapati Bhavan before presenting the Union Budget 2023-24. pic.twitter.com/S9GJiDG1aw
— ANI (@ANI) February 1, 2023
-
বাজেট পেশের আগে ‘সবুজ’ সেনসেক্স
বাজেটের আগে পজিটিভে থাকল শেয়ার বাজার। বুধবার বাজার খুলতেই সেনসেক্স বেড়ে দাঁড়িয়েছে ৬০,০১০.৭ টাকা। বেড়েছে ০.৭৭ শতাংশ। এনএসই নিফটি ১০৬পয়েন্ট বেড়ে ১৭,৭৬৮ এ দাঁড়িয়েছে।
Sensex opens in green, currently up by 437.32 points and trading at 59,987.22. pic.twitter.com/e9yowlYz6U
— ANI (@ANI) February 1, 2023
-
এই বাজেটে সব শ্রেণির প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া হবে
বুধবার সংসদে ২০২৩-২৪ সালের কেন্দ্রীয় বাজেট উপস্থাপনের আগে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি বলেন, বাজেটে সমাজে প্রত্যেক শ্রেণির প্রত্যাশা পূরণ করা হবে। বাজেট পেশের আগে সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী বলেন, আজকের বাজেটে মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।
-
বাজেটের কী প্রভাব পড়ে শেয়ার মার্কেটের উপর?
বাজেট ও স্টক মার্কেটের মধ্যে একটি দীর্ঘ মেয়াদী নিবিড় সম্পর্ক রয়েছে বাজেট ও শেয়ার মার্কেটের মধ্যে। কারণ এর কর্মক্ষমতা দেশের অর্থনৈতিক অবস্থার প্রতিফলিত করে। যখন সুদের হার বেশি থাকে তখন কোনও শিল্পের উৎপাদন খরচ বেড়ে যায়। এর ফলে সেই সংস্থার শেয়ারের দাম কমবে এবং সুদের হার কমলে এর উল্টোটা ঘটে থাকে।
বিস্তারিত পড়ুন: Union Budget 2023: বাজেটের কী প্রভাব পড়ে শেয়ার মার্কেটের উপর?
-
সংসদে নির্মলা সীতারমন
#WATCH | Delhi: Union Finance Minister Nirmala Sitharaman all set to present the #UnionBudget2023 at 11am today.
This is the BJP government’s last full Budget before the 2024 general elections. pic.twitter.com/8CFywfihvq
— ANI (@ANI) February 1, 2023
-
এই বাজেটে বাড়বে মেডিকেল কলেজের সংখ্যা?
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, এই কেন্দ্রীয় বাজেট ২০২৩-২৪-এ নার্সিং ও মেডিকেল কলেজের সংখ্যা বাড়ানো, জাতীয় টিকাদান কর্মসূচিতে এইচপিভি ভ্যাকসিন প্রবর্তন এবং প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার (পিএমজেএওয়াই) কভারেজ বাড়ানোর দিকে মনোনিবেশ করা হবে বলে আশা করা হচ্ছে।
-
অর্থ মন্ত্রকে পৌঁছলেন নির্মলা সীতারমন
Delhi | Finance Minister Nirmala Sitharaman arrives at the Ministry of Finance, ahead of the Budget presentation pic.twitter.com/XzWkXKeV8J
— ANI (@ANI) February 1, 2023
-
সব ক্ষেত্রেই অগ্রগতি হচ্ছে: কারাদ
আজ সকাল ১১টায় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। তার আগে তাঁর নেতৃত্বে আমার সহকর্মী পঙ্কজ চৌধুরী ও সেক্রেটারি সকাল ৯ টায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। সকাল ১০টায় প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ড. ভাগবত কারাদ। এদিন বাজেট পেশের আগে অর্থ প্রতিমন্ত্রী ভগবত কারাদ বলেন, “আপনারা সকাল ১১ টায় জানতে পারবেন সাধারণ নাগরিকরা এই বাজেট থেকে কী পাবেন। আমি এই বিষয়ে এখন কিছু বলতে চাই না।” তিনি এ দিন বলেছেন, “দেশ কোভিডের কোপ কাটিয়ে উঠেছে। আমরা যদি অর্থনৈতিক সমীক্ষার দিকে তাকাই, সব ক্ষেত্রেই অগ্রগতি হচ্ছে। অন্যান্য দেশের তুলনায় আমাদের অর্থনীতি ভাল অবস্থায় রয়েছে। ২০১৪ সালে যখন প্রধানমন্ত্রী শপথ নিয়েছিলেন, তখন ভারত ছিল দশম (অর্থনীতির দিক থেকে), আজ এটি পঞ্চম।”
-
পুজো দিলেন কারাদ
বাজেট পেশের আগে পুজো দিচ্ছেন অর্থ প্রতিমন্ত্রী ভগবত কিষাণরাও কারাদ
Delhi | MoS Finance Dr Bhagwat Kishanrao Karad offers prayers before the presentation of the Modi government’s Union Budget 2023
This is the BJP government’s last full budget before the 2024 general elections pic.twitter.com/UoxQm24gRP
— ANI (@ANI) February 1, 2023
-
অর্থমন্ত্রকে পৌঁছলেন অর্থ প্রতিমন্ত্রী
অর্থ প্রতিমন্ত্রী ডাঃ ভগবত কিষাণরাও কারাদ অর্থমন্ত্রকে এসে পৌঁছেছেন।
Delhi | MoS Finance Dr Bhagwat Kishanrao Karad arrives at the Ministry of Finance#UnionBudget2023 pic.twitter.com/i6ZgGhn6xx
— ANI (@ANI) February 1, 2023
-
এই অর্থবর্ষে কত থাকবে ভারতের প্রবৃদ্ধির হার?
IMF-র পূর্বাভাস, আগামী অর্থবর্ষে ৬.১ শতাংশ থাকবে ভারতের আর্থিক প্রবৃদ্ধির হার। এই হার আমেরিকা,চিন ও ব্রিটেনের মতো দেশের প্রবৃদ্ধির হারের থেকে অনেকটাই বেশি।
বিস্তারিত পড়ুন: IMF Projection: চিন, আমেরিকাকে টেক্কা, আগামী অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস জানাল IMF
-
এই বাজেটে নজর থাকবে কোথায়?
মনে করা হচ্ছে শিল্পের চাহিদা বাড়াতে কেন্দ্রীয় সরকার এই বাজেটেই বড় ঘোষণা করা হতে পারে বলে আশাবাদী শিল্প মহল।
-
বাড়বে কি করমুক্ত বার্ষিক আয়ের সীমা?
নির্মলার এই বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন দেশের আম জনতা। তাঁরা আশা করছেন, এই বাজেটে আয়কর স্ল্যাবে ছাড়ের ঘোষণা করতে পারেন নির্মলা সীতারমন।
বিস্তারিত পড়ুন: Budget 2023: বাড়বে কি করমুক্ত বার্ষিক আয়ের সীমা? বাজেটে আয়কর নিয়ে কী কী প্রত্যাশা করদাতাদের?
-
কেন্দ্রীয় বাজেট ২০২৩-এর সুফল তুলে ধরতে দেশব্যাপী প্রচার চালাবে বিজেপি
কেন্দ্রীয় বাজেট ২০২৩-২৪-র সুফল জনগণের কাছে পৌঁছে দিতে বুধবার দেশব্যাপী ১২ দিনের প্রচার শুরু করবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি, মন্ত্রী, সাংসদ ও বিধায়করা আগামী দু’সপ্তাহ সারা দেশে সম্মেলন ও জনসভা করবেন এবং সাধারণ মানুষের সঙ্গে বাজেট এবং এর সুবিধাগুলি নিয়ে আলোচনা করবেন।
-
সংসদের অধিবেশনের আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক
কেন্দ্রীয় বাজেট ২০২৩-২৪ অনুমোদনের জন্য আজ সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পরে সংসদে বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন।
-
দাম বাড়বে সিগারেট-বিড়ির?
বাজেটে কেন্দ্রীয় সরকার অনেকগুলি নতুন কর সংস্কার এবং ছাড় ঘোষণা করবে বলে আশা করছে সাধারণ মানুষ। ২০২৪ লোকসভা ভোটের আগে এটাই মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই, বিভিন্ন দিক থেকে আয়ের পথ সুগম করে, সরকারের পক্ষ থেকে রাজস্ব ঘাটতি মেটাবার চেষ্টা করা হবে বলেও অনুমান করছেন অর্থনীতিবিদরা। এর মধ্যে অন্যতম আয়ের ক্ষেত্র হতে পারে তামাকজাত পণ্য। হ্যাঁ, এবারের বাজেটে সম্ভবত ধূমপায়ীদের জন্য খারাপ খবর আসতে চলেছে। দাম বাড়তে পারে, সিগারেট, বিড়ি-সহ সকল তামাকজাত পণ্যের।
বিস্তারিত পড়ুন: Budget 2023: দাম বাড়বে সিগারেট-বিড়ির? বাজেট কি দুঃসংবাদ দেবে ধূমপায়ীদের?
-
পেপারলেস বাজেট
এই বছরও সংসদে পেপারলেস বাজেট পেশ হবে। করোনা অতিমারির আবহে সংক্রমণ এড়াতে প্রথম পেপারলেস বাজেট নিয়ে আসা হয় সংসদে। তারপর এই নিয়ে তৃতীয়বারের জন্য পেপারলেস বাজেট পেশ হতে চলেছে সংসদে।
-
‘মূল্যবৃদ্ধি থাকবে, তবে কাঁটা হবে না দেশের অগ্রগতির’
গতকাল লোকসভায় আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই রিপোর্ট অনুযায়ী, দেশে মূল্য়বৃদ্ধি দীর্ঘায়িত হতে পারে। তবে তাতে দেশের অগ্রগতিতে কোনও প্রভাব পড়বে না বলেই জানানো হয়েছে।
Economic Survey Report: ‘মূল্যবৃদ্ধি থাকবে, তবে কাঁটা হবে না দেশের অগ্রগতির’, আশ্বাসের বাণী নির্মলার
-
সরাসরি চোখ রাখুন বাজেট ২০২৩-এ
আজ বুধবার (১ ফেব্রুয়ারি), ২০২৩-২৪-এর কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এটাই নরেন্দ্র মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তার উপর বিশ্বব্যাপী আর্থিক মন্দা, ছাঁটাই এবং মুদ্রাস্ফীতির সংকটে উদ্বিগ্ন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে এই বাজেটকে ঘিরে মানুষের প্রত্যাশাও অনেক বেশি। বাজেট পেশ করার আগে সংসদে বাজেট বক্তৃতা দেবেন অর্থমন্ত্রী। এই নিয়ে টানা পঞ্চমবার বাজেট বক্তৃতা দিতে চলেছেন নির্মলা সীতারমণ।
বিস্তারিত পড়ুন: Watch Budget 2023 live: সরাসরি চোখ রাখুন বাজেট ২০২৩-এ, জেনে নিন কখন, কোথায়, কীভাবে?
-
সকাল ১১ টায় বাজেট পেশ
আজ সকাল ১১ টায় লোকসভায় কেন্দ্রীয় বাজেট পেশ করবেন নির্মলা।
Published On - Feb 01,2023 7:15 AM