Budget 2024: ২৪ ঘণ্টায় টাকা রিফান্ড, বাজেটে ভাড়া কমবে ট্রেনের টিকিটের?

Indian Railways: করোনাকালের আগে পর্যন্ত ট্রেনের ভাড়ায় ছাড় পেতেন প্রবীণ যাত্রীরা। ২০১৯ সালের শেষভাগ থেকেই সেই ছাড় বন্ধ হয়ে যায়। করোনাকালের পর একাধিকবার প্রবীণ নাগরিকদের টিকিটে ছাড় ফেরানোর দাবি জানানো হলেও, সেই দাবি পূরণ হয়নি।

Budget 2024: ২৪ ঘণ্টায় টাকা রিফান্ড, বাজেটে ভাড়া কমবে ট্রেনের টিকিটের?
প্রতীকী চিত্রImage Credit source: Meta AI
Follow Us:
| Updated on: Jul 18, 2024 | 2:52 PM

নয়া দিল্লি:  কাছে-পিঠে যাওয়ার দরকার হোক বা দূরপাল্লার কোথাও, অনেকেরই একমাত্র ভরসা রেলওয়ে। এশিয়ার অন্যতম বৃহত্তম রেল নেটওয়ার্ক হল ভারতীয় রেলওয়ে। যাত্রী সুবিধার লক্ষ্য়ে বরাবরই বিভিন্ন ঘোষণা করেছে রেল। সামনেই বাজেট। এবারের বাজেটে সাধারণ মানুষের অন্যতম প্রত্যাশা হল ট্রেনের ভাড়া কমানো। সেই দাবি কি পূরণ করবে সরকার?

করোনাকালের আগে পর্যন্ত ট্রেনের ভাড়ায় ছাড় পেতেন প্রবীণ যাত্রীরা। ২০১৯ সালের শেষভাগ থেকেই সেই ছাড় বন্ধ হয়ে যায়। করোনাকালের পর একাধিকবার প্রবীণ নাগরিকদের টিকিটে ছাড় ফেরানোর দাবি জানানো হলেও, সেই দাবি পূরণ হয়নি। এবারও বাজেটের আগে ফের একবার বয়স্ক, মহিলা ও পড়ুয়াদের ট্রেনের টিকিটে ছাড়ের দাবি জানানো হয়েছে।

ভাড়া কমানোর দাবি-

যাত্রীদের একাংশ সামগ্রিকভাবে ট্রেনের ভাড়া কমানোরও দাবি জানিয়েছেন। বিশেষ করে যারা এসি কামরায় যাতায়াত করেন, তারা ট্রেনের টিকিটের ভাড়া কমানোর আর্জি জানিয়েছেন।

রিফান্ড সিস্টেম সহজ করার দাবি-

আসন্ন কেন্দ্রীয় বাজেটে টিকিটের দাম কমানোর যেমন দাবি করা হচ্ছে, তেমনই টিকিট বাতিল বা ক্যানসেলের ক্ষেত্রে দ্রুত রিফান্ড ব্যবস্থারও দাবি জানানো হয়েছে। সরকারও এই বিষয় নিয়ে ভাবনাচিন্তা করছে। ওয়াকিবহাল মহল সূত্রে খবর, এবারের বাজেটে সরকার টিকিট বাতিলের ২৪ ঘণ্টার মধ্যে টাকা রিফান্ড ব্যবস্থার ঘোষণা করতে পারে।