Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

7th Pay Commission: ফের ডিএ বৃদ্ধির অপেক্ষায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, এবার ভাগ্যে মিলবে কত শতাংশ?

DA Update For Central Govt Employees: গত মার্চ মাসেই ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। আগামী জুলাই মাসে ফের একবার ডিএ বৃদ্ধির ঘোষণার অপেক্ষায় সরকারি কর্মীরা।

7th Pay Commission: ফের ডিএ বৃদ্ধির অপেক্ষায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, এবার ভাগ্যে মিলবে কত শতাংশ?
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: May 05, 2023 | 8:35 AM

চলতি বছরে একবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি পেয়েছে। গত মার্চ মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ৪ শতাংশ বাড়ানো হয়েছিল। জানুয়ারি মাস থেকেই এই বর্ধিত হারে ডিএ কার্যকর হয়েছে। মার্চ মাসে ৪ শতাংশ ডিএ বাড়ার পর বর্তমানে ৪২ শতাংশ হারে ডিএ মিলছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এবার আরেকবার ডিএ বৃদ্ধির পালা। ফের একবার ডিএ বৃদ্ধি হতে চলেছে।

বছরে দু’বার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ সংশোধন করা হয়। একবার ডিএ বৃদ্ধি জানুয়ারি থেকে এবং আরেকটি জুলাই মাস থেকে কার্যকর হয়। কেন্দ্রীয় সরকারের তরফে মার্চে ডিএ বৃদ্ধির ঘোষণার পর ফের একবার জুলাইতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের উপর নির্ভর করে এই ডিএ বৃদ্ধির পরিমাণ নির্ভর করে। এদিকে শ্রম মন্ত্রক কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স কমেছিল ০.১ পয়েন্ট। জানুয়ারিতে AICPI ছিল ১৩২.৮ পয়েন্ট। ফেব্রুয়ারিতে কমে হয়েছিল ১৩২.৭।

এদিকে এপ্রিলে প্রকাশিত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের রিপোর্টে দেখা গিয়েছে, মার্চ মাস AICPI সূচক ০.৬ পয়েন্ট বেড়েছে। আর বর্তমান AICPI রয়েছে ১৩৩.৩ পয়েন্ট। আর এই সূচক বৃদ্ধির কারণে মনে করা হচ্ছে, জুলাই মাসে সরকারি কর্মীদের ডিএ ৩ থেকে ৪ শতাংশ হতে পারে। এপ্রিল ও জুন মাসেও AICPI-র ঊর্ধ্বমুখী সূচক বজায় থাকলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়তে পারে ৪ শতাংশ।