Maruti Suzuki, Bajaj Share: ভারতের বাজার লালে ‘লাল’, তার মধ্যেই চির সবুজ এই শেয়ারগুলো!
Stock Market: বিশেষজ্ঞরা বলছেন, স্মল ক্যাপ ও মিড ক্যাপ এখনও বেশ কিছুটা ওভার প্রাইসড রয়েছে। যদিও তাঁরা এটাও বলছেন যে লার্জ ক্যাপ সেক্টরের বেশির ভাগ শেয়ারই এখন সঠিক দামেই পাওয়া যাচ্ছে।

মার্চের শুরু থেকেই চড়চড় করে বাড়ছে ভারতের বাজার। দুই বেঞ্চমার্ক সূচক সেনসেক্স ও নিফটি ৫০-র পাশাপাশি বেড়েছে স্মল ক্যাপ ও মিড ক্যাপ সংস্থাগুলোও। বিশেষজ্ঞরা বলছেন, স্মল ক্যাপ ও মিড ক্যাপ এখনও বেশ কিছুটা ওভার প্রাইসড রয়েছে। যদিও তাঁরা এটাও বলছেন যে লার্জ ক্যাপ সেক্টরের বেশির ভাগ শেয়ারই এখন সঠিক দামেই পাওয়া যাচ্ছে। আর তারপরই বেশ কয়েকটি শেয়ারের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখার কথা বলছেন বাজার বিশেষজ্ঞরা।
মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড
সংস্থার বর্তমান মার্কেট ক্যাপ ৩ লক্ষ ৭৪ হাজার ৮৫৭ কোটি টাকা। ২৫ মার্চ দুপুর ১টায় শেয়ারের দাম ছিল ১১ হাজার ৯০০ টাকার কাছাকাছি। সংস্থার শেয়ার প্রতি আয় ৪৬২.৫১। তৃতীয় ত্রৈমাসিকে কিছুটা বেড়েছে সংস্থার রেভেনিউ। একসঙ্গে এই ত্রৈমাসিকে বেড়েছে সংস্থার প্রফিটও। আর তারপরই শেয়ার বাজারের ৪০ জন বিশেষজ্ঞের মধ্যে ২৮ জন মারুতি সুজুকিকে গ্রিন ফ্ল্যাগ দিচ্ছেন।
বাজাজ অটো লিমিটেড
বাজাজ অটোর শেয়ারের দাম ৮ হাজার তাকার কাছাকাছি। সংস্থার মার্কেট ক্যাপ ২ লক্ষ ২৭ হাজার ৮৩ টাকা ও শেয়ার প্রতি আয় ২৬৯.৮০। তৃতীয় ত্রৈমাসিকে সংস্থার রেভেনিউ কিন্তু সেই অর্থে বাড়েনি, উল্টে কমে গিয়েছে। কিন্তু বেড়েছে সংস্থার প্রফিট। ৫০ শতাংশের বেশি বেড়েছে বাজাজ অটোর প্রফিটের অঙ্ক। আর তারপরই ৪৩ বিশেষজ্ঞের মধ্যে ২২ জন বাজাজ অটোকে গ্রিন ফ্ল্যাগ দিয়েছেন।
সান ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ
৪ লক্ষ ২৮ হাজার ৩৫৩ কোটি মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে সান ফার্মার। ২৫ মার্চ বেলা ১টায় সংস্থার শেয়ারের দাম ১৭৬৫ টাকার কাছাকাছি। যদিও তৃতীয় ত্রৈমাসিকে সংস্থার রেভেনিউ বা প্রফিট কোনওটাই তেমন উল্লেখযোগ্য ভাবে বাড়েনি। কিন্তু সংস্থা অ্যান্টিব থেরাপিউটিকস নামে এক কানাডিয়ান বায়োটেক সংস্থাকে অধিগ্রহণ করার পর সংস্থার শেয়ারের দামে গতি দেখা গিয়েছে। ৩৫ জনের মধ্যে ৩১ জন বাজার বিশেষজ্ঞ সান ফার্মাকে গ্রিন ফ্ল্যাগ দিয়েছেন।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





