Gold Price Today : পুজোর আগে সস্তা সোনা-রুপো, শহরে হলুদ ধাতুর দর কত?

Gold Price Today : পুজোর আগে অপরিবর্তিত রয়েছে সোনা-রুপোর দাম। এদিন কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৬ হাজার টাকা।

Gold Price Today : পুজোর আগে সস্তা সোনা-রুপো, শহরে হলুদ ধাতুর দর কত?
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Sep 27, 2022 | 12:59 PM

কলকাতা : পুজোর আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। এই উৎসবের মরসুমে অনেকেই ভিড় জমান সোনার দোকানেও। পছন্দের সোনার গয়না কেনার আগে তার দাম জেনে রাখাও দরকার। ক্রেতারা শুনলে হয়ত খুশি হবেন, পুজোর মরসুমে সোমবার বাড়েনি সোনার দাম। রুপোর দামও অপরিবর্তিত রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক শহরে সোনা-রুপোর দাম।

সোমবার দুপুর ৩ টে অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৬,৮০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,০০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬০,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০২০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,১৬০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,২০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০২,০০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৬,৩০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

পুজোর আগেই দাম কমছিল সোনা-রুপোর। এদিন সোনার দাম না বাড়লেও তা কমেনি। এদিন সোনার দামে কোনও ওঠা-পড়া দেখা যায়নি। সোনার পাশাপাশি অপরিবর্তিত রুপোর দামও। এদিন আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১.৬৪৬.৪৬ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

সোমবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই কোম্পানির শেয়ারের দাম কমে হয়েছে ২,৬৬৪.৩৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ৯০.০৫ টাকা। এদিন দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৮৭.২০ টাকা।