Gold Price Today : মঙ্গলে দাম কমল সোনার, আজ হলুদ ধাতু কিনতে পকেট থেকে খসবে কত?

Gold Price Today : মঙ্গলে দাম কমল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০০ টাকা। তবে এদিন একই রইল রুপোর দাম।

Gold Price Today : মঙ্গলে দাম কমল সোনার, আজ হলুদ ধাতু কিনতে পকেট থেকে খসবে কত?
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 21, 2022 | 1:51 PM

কলকাতা : মঙ্গলে আবার দাম কমল সোনার। এদিন ১০ ক্যারেট ২২ গ্রাম সোনার দাম কমেছে ১০০ টাকা। এদিন ২৪ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ৫২,০১০ টাকা। সোনার দাম কমলেও এদিন রুপোর দামে কোনও পরিবর্তন হয়নি।

মঙ্গলবার বেলা ১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৬৮ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,১৪৪ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৬৮০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৬,৮০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২০১ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৬০৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,০১০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২০,১০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৬১,০০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

গতকাল ১০০ টাকা দাম বেড়েছিল ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার। মঙ্গলবার বাজার খুলতেই ফের দাম কমেছে সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০০ টাকা। এদিকে সোনার দাম কমলেও কোনও বদল হয়নি রুপোর দামে। এদিন এক কেজি রুপোর দাম রয়েছে ৬১ হাজার টাকা।

এদিন বিশ্ব বাজারে সামান্য দাম কমেছে সোনার। এদিন এক ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৮৩৮.৮৫ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

রবিবার দাম বাড়ল টাইটান কোম্পানির শেয়ারের। এদিন টাইটান কোম্পানির শেয়ারের দাম হল ২,০৮০.১০ টাকা। এদিন বাড়ল কল্যাণ জুয়েলারের শেয়ারের দামও। এদিন এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ৫৭.৭০ টাকা। আর আজ পিসি জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ২৪.৮০ টাকা।