খুশির খবর! সোনার দাম পড়ল সর্বোচ্চ স্তর থেকে ৯৪০০ টাকা, জানুন রুপোর দাম কত

বিশ্ববাজারে মঙ্গলবার সোনার দাম কমেছে। পাশাপাশি কমেছে রুপোর দামও। এদিন বিশ্ববাজারে সোনার দাম -০.৫২ শতাংশ অর্থাৎ ৯.২৪ ডলার কমে প্রতি আউন্সের দাম হয়েছে ১,৭৫৮.৯৩ ডলার। অন্যদিকে রুপোর দামও -০.০৯ শতাংশ অর্থাৎ ০.২ সেন্ট কমে হয়েছে ২২.৬০ ডলার প্রতি আউন্স।

খুশির খবর! সোনার দাম পড়ল সর্বোচ্চ স্তর থেকে ৯৪০০ টাকা, জানুন রুপোর দাম কত
Follow Us:
| Edited By: | Updated on: Oct 05, 2021 | 2:57 PM

সোনা-রুপোর দাম এই সময় ক্রমাগত নীচের দিকে নামছে। যদি আপনারা সোনা কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এটাই সঠিক সময় সোনা কেনার। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ডিসেম্বর মাসের সোনার দাম আজ ০.১৯ শতাংশ কমে গিয়েছে। অন্যদিকে রুপোর দাম কমেছে ০.৪৫ শতাংশ।

কলকাতার সোনা-রুপোর দর

কলকাতায় সোনার দাম আজ আজ একই রয়েছে। এদিন কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪,৬০০ টাকা। অন্যদিকে ৮ গ্রাম ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ৩৬,৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনার দাম যথাক্রমে ৪৬,০০০ টাকা এবং ৪,৬০,০০০ টাকায় বিক্রি হচ্ছে। এদিন কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৪,৮৭০ টাকা। এবং ৮ গ্রাম সোনার দাম ৩৮,৯৬০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৪৮,৭০০ টাকা এব ৪,৮৭,০০০ টাকা।

শেয়ার বাজারে সোনা-রুপোর দর

সোনার দাম আজ শেয়ার বাজারে অনেকটাই কমেছে। এদিন কমোডিটির (MCX) বাজারে ডিসেম্বর মাসের সোনার দাম -০.৪৪ শতাংশ অর্থাৎ ২০৫ টাকা কমে হয়েছে ৪৬,৬৮২.০০ টাকা। অন্যদিকে ডিসেম্বর মাসের রুপোর দাম এদিন -০.১২ শতাংশ কমে হয়েছে ৬০,৮৮১ টাকা।

জুয়েলারি শেয়ার হালহকিকত

সোনা-রুপোর দাম এদিন অনেকটাই বেড়েছে জুয়েলারি মার্কেটের শেয়ারেও। আজ টাইটান কোম্পানির শেয়ারের দাম -০.৩২ শতাংশ বেড়ে হয়েছে ২,১৬১.৪৫ টাকা। রাজেশ এক্সপোর্টের শেয়ারের দাম ০.৬২ শতাংশ বেড়ে হয়েছে ৬০৩.৭৫ টাকা। অন্যদিকে বৈভব গ্লোবালের শেয়ারের দাম ০.২৬ শতাংশ বেড়ে হয়েছে ৭০১.৯৫ টাকা। এছাড়াও কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দাম -১.০৯ শতাংশ কমে হয়েছে ৭২.৬০ টাকা। এবং গোল্ডিয়াম ইন্টারের শেয়ারের দাম ৩.৭০ শতাংশ বেড়ে হয়েছে ৯৬৮.১০ টাকা।

বিশ্বে সোনা-রুপোর বাজার

বিশ্ববাজারে মঙ্গলবার সোনার দাম কমেছে। পাশাপাশি কমেছে রুপোর দামও। এদিন বিশ্ববাজারে সোনার দাম -০.৫২ শতাংশ অর্থাৎ ৯.২৪ ডলার কমে প্রতি আউন্সের দাম হয়েছে ১,৭৫৮.৯৩ ডলার। অন্যদিকে রুপোর দামও -০.০৯ শতাংশ অর্থাৎ ০.২ সেন্ট কমে হয়েছে ২২.৬০ ডলার প্রতি আউন্স।

সোনার মিউচুয়াল ফান্ড

এদিনও মিউচুয়াল ফান্ডের দাম বাড়তে দেখা গিয়েছে।। মঙ্গলবার অ্যক্সিস গোল্ড ইটিএফ- এর দাম ০.৪৫ শতাংশ বেড়ে হয়েছে ৪০.৩৮ টাকা। বিড়লা গোল্ড ইটিএফ-এর দাম এদিন ছিল ৪,২৩৯.৭৬ টাকা। গোল্ড বিইএএস (Gold BeES) দাম ০.৫৭ শতাংশ বেড়ে হয়েছে ৪০.৪৬ টাকা। এছাড়াও এইচডিএফসি এবং আইসিআইসিআই গোল্ড ইটিএফ এর দাম যথাক্রমে ০.৪৪ শতাংশ এবং ০.০০ শতাংশ বেড়ে হয়েছে ৪১.৩৯ টাকা ও ৪১.২৫ টাকা।

প্রসঙ্গত বিশ্ববাজারে গত দুদিন লোকসানের পর ডলারের দাম স্থির থাকায় সোনা সামান্য নীচের দিকে অর্থাৎ প্রতি আউন্স ১৭,৫৯ টাকা ছিল। আর্থিক বৃদ্ধি ধীর গতিতে হওয়ার আশঙ্কার মধ্যে সোনার ব্যবসায়ীরা সপ্তাহের শেষে আমেরিকার চাকরির পরিসংখ্যানের দিকেও নজর রাখবেন।

আরও পড়ুন: লাগাতার পঞ্চমদিন বাড়ল পেট্রোল-ডিজেল, জানুন আজ বাড়ল কত