AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price on 13 September: শনিবারে কি সস্তা হল সোনা? পুজোর আগে গহনা কিনতে গেলে কত খরচ হবে, জেনে নিন

Gold Silver Price in Kolkata on 13 September, 2025: চলতি বছরেই জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে অন্তত ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে সোনার দাম। ক্রমেই ধরা-ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে সোনা। হলুদ ধাতুর লাগাতার যে মূল্য বৃদ্ধি হচ্ছে, সেই ধারা বজায় রইল আজও। ফের বাড়ল সোনার দাম।

Gold Price on 13 September: শনিবারে কি সস্তা হল সোনা? পুজোর আগে গহনা কিনতে গেলে কত খরচ হবে, জেনে নিন
প্রতীকী চিত্র।Image Credit: Meta AI
| Updated on: Sep 13, 2025 | 8:44 AM
Share

কলকাতা: মধ্যবিত্তের সাধ্যের মধ্যে আর থাকছে না সোনার দাম। ক্রমেই তা বেড়ে চলেছে। চলতি বছরেই জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে অন্তত ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে সোনার দাম। ক্রমেই ধরা-ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে সোনা। হলুদ ধাতুর লাগাতার যে মূল্য বৃদ্ধি হচ্ছে, সেই ধারা বজায় রইল আজও। ফের বাড়ল সোনার দাম। সমানে সমানে টেক্কা দিয়ে বেড়েছে রুপোর দামও। আজ সোনা-রুপোর দাম বেড়ে কত হল, জেনে নিন-

২৪ ক্যারেটের সোনার দাম-

আজ, ১৩ সেপ্টেম্বর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১১ হাজার ১২৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ১ লক্ষ ১১ হাজার ২৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১১ লক্ষ ১২ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

২২ ক্যারেটের সোনার দাম- 

আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম  রয়েছে ১০ হাজার ২০১ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ২ হাজার ১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১০ লক্ষ ২০ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে সোনার।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ হাজার ৩৪৭ টাকা। ১০ গ্রাম ৮৩ হাজার ৪৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৮ লক্ষ ৩৪ হাজার ৭০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

রুপোর দাম-

সোনার পাশাপাশি রুপোর দামও আজ বেড়েছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৩ হাজার ২১০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৩২ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে রুপোর।