Indian gig workers: অ্যাপ ক্যাব চালান বা খাদ্য সরবরাহ করেন? ২০২৪-এ রয়েছে আয় বাড়ানোর বড় সুযোগ

Indian gig workers: অ্যাপ ক্যাব, ফুড বা অন্য পণ্য ডেলিভারি এবং অন্যান্য অন-ডিমান্ড পরিষেবা এবং পেশাদার পরিষেবাগুলির মতো বিভিন্ন সেক্টরে হাজার হাজার লোক যুক্ত হচ্ছেন। ‘গিগ’, অর্থাৎ, ইচ্ছামতো সময়ে অস্থায়ী বা স্বল্পমেয়াদী হিসেবে কাজ করে আয় করা। এতে, চিরাচরিত চাকরির তুলনায় অনেক ক্ষেত্রেই বেশি আয়ের সম্ভাবনা থাকে।

Indian gig workers: অ্যাপ ক্যাব চালান বা খাদ্য সরবরাহ করেন? ২০২৪-এ রয়েছে আয় বাড়ানোর বড় সুযোগ
প্রতীকী ছবিImage Credit source: Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2023 | 6:19 PM

কলকাতা: ভারতে ক্রমে ‘গিগ অর্থনীতি’র বিকাশ ঘটছে। অ্যাপ ক্যাব, ফুড বা অন্য পণ্য ডেলিভারি এবং অন্যান্য অন-ডিমান্ড পরিষেবা এবং পেশাদার পরিষেবাগুলির মতো বিভিন্ন সেক্টরে হাজার হাজার লোক যুক্ত হচ্ছেন। ‘গিগ’, অর্থাৎ, ইচ্ছামতো সময়ে অস্থায়ী বা স্বল্পমেয়াদী হিসেবে কাজ করে আয় করা। এতে, চিরাচরিত চাকরির তুলনায় অনেক ক্ষেত্রেই বেশি আয়ের সম্ভাবনা থাকে। এই কর্মীদের আর্থিক অবস্থার বিষয়ে সম্প্রতি এক সমীক্ষা করা হয়েছে। দেখা গিয়েছে, ডেলিভারি বয় বা অ্যাপ ক্যাব চালকদের অনেকেই আর্থিক সমস্যায় ভুগছেন। তবে, অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটি বিষয় খেয়াল রাখলেই ভারতীয় গিগ কর্মীরা অতিরিক্ত আয় করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক, তাঁরা কী পরামর্শ দিচ্ছন। আপনিও যদি অ্যাপ ক্যাব চালক, পণ্য জেলিভারি এজেন্চ বা অন্য ধরনের গিগ কর্মী হন, তাহলে কীভাবে আয় বাড়াবেন?

পিকমাইওয়ার্কের সহ-প্রতিষ্ঠাতা তথা সিইও বিদ্যার্থী বদ্দিরেড্ডি জানিয়েছেন, ২০২৪-এ বিভিন্ন সেক্টরে ভারতীয় গিগ কর্মীদের আয় বাড়ানোর প্রচুর সুযোগ রয়েছে। তাঁর মতে, বিশেষ করে ইন্টারনেট কোম্পানিগুলির সেলস গিগে, কর্মীদের অন্যান্য ডেলিভারি গিগগুলির তুলনায় প্রতি ঘন্টায় তিনগুণ বেশি উপার্জন করতে পারেন। এছাড়া, উত্সব মরসুম উচ্চ আয়ের আরও এক উপায়। এই সব সময় গ্রাহকদের চাহিদা অনেক বাড়ে। পার্টটাইম গিগ কর্মীরা কৌশলগতভাবে এই সময়কে আয় বাড়ানোর কাজে লাগাতে পারে। ফুল-টাইম গিগ কর্মীরা তাদের উপার্জন বাড়ানোর জন্য তাদের গিগ পোর্টফোলিওয় বৈচিত্র্য আনতে পারেন। সেই সঙ্গে এই ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির জন্য ব্যাপকভাবে দক্ষতা বাড়ানোর উপর জোর দিতে হবে।

ইনডিডের হেড অব সেলস, শশী কুমার জানিয়েছেন, বেশিরভাগ নিয়োগকর্তা এমন কর্মীদের নিয়োগ করতে চান, যারা পরিস্থিতির সঙ্গে সহজে মানিয়ে নিতে পারেন এবং যাদের টিমওয়ার্ক এবং যোগাযোগ ক্ষমতা ভাল। এই ধরনের দক্ষতা থাকা শুধুমাত্র নিয়োগের সম্ভাবনাই বাড়ায় না, সঙ্গে আরও ভাল বেতনের সুযোগও করে দেয়।

এনটাইটেলড সলিউশনের সহ-প্রতিষ্ঠাতা আনশুল খুরানার পরামর্শ, গিগ কর্মীদের আয় বাড়াতে দক্ষতা বাড়ানো, দ্বিতীয় আয়ের উৎস খুঁজে নেওয়ার দিকে জোর দিতে হবে। ধরা যাক, কেউ সারাদিন খাদ্য সরবরাহের কাজ করেন। তিনি কোনও দুধ বিতরণ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে, সকালে আরও কয়েক ঘন্টা অতিরিক্ত কাজ করতে পারেন। এছাড়া রয়েছে রেফারেল সুযোগ। ধরা যাক, কোনও ম্যাপিং সংস্থা তাদের কর্মীদের ম্যাপে কোন ভৌত অবকাঠামো চিহ্নিত করার পিছনে নির্দিষ্ট পরিমাণ অর্থ উপার্জনের সুযোগ দেয়। প্রাথমিক কাজের পাশাপাশি এই ধরনের কাজ করেও অতিরিক্ত উপার্জন করা যেতে পারে।