ITR: আয়কর রিটার্ন ফাইল করার দিন শেষ, এবার দিতে হবে মোটা টাকা

ITR penalty: আয়কর বিভাগের ওয়েবসাইট অনুসারে, কর না দিলে জরিমানা বা মামলা হতে পারে। এই মামলার অধীনে ৩ মাস থেকে ২ বছর পর্যন্ত জেল হতে পারে। তবে কর ফাঁকি ২৫ লক্ষ টাকার বেশি হলে ৬ মাস থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ITR: আয়কর রিটার্ন ফাইল করার দিন শেষ, এবার দিতে হবে মোটা টাকা
প্রতীকী ছবি।Image Credit source: TV9 Bharatvarsh
Follow Us:
| Edited By: | Updated on: Aug 01, 2023 | 12:10 AM

নয়া দিল্লি: আয়কর রিটার্ন (ITR) দাখিলের সময়সীমা শেষ হয়ে গিয়েছে। গত বছর ৩০ জুলাইয়ের পর আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছিল সরকার। তবে এবার এখনও পর্যন্ত সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করেনি সরকার। ফলে করদাতারা এখন আইটিআর ফাইল করতে গেলে মোটা টাকা জরিমানা দিতে হবে। এ ছাড়া আরও অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন।

এই টাকা জরিমানা দিতে হবে

আয়কর বিভাগের ওয়েবসাইট অনুসারে, আপনি যদি আয়কর আইনের ধারা ১৩৯ (১)-এর অধীনে সময়সীমার মধ্যে আইটিআর ফাইল না করে থাকেন, তাহলে ২৩৪F ধারার অধীনে জরিমানা হিসাবে আপনাকে ৫০০০ টাকা দিতে হবে। দেরি করে আয়কর রিটার্ন ফাইল করার জন্যই এই জরিমানা দেওয়া হবে। তবে যদি আপনার আয় ৫ লক্ষ টাকার কম হয়, তবে আপনাকে শুধুমাত্র ১০০০ টাকা জরিমানা দিতে হবে।

কর না দিলে জেল হতে পারে

আয়কর বিভাগের ওয়েবসাইট অনুসারে, কর না দিলে জরিমানা বা মামলা হতে পারে। এই মামলার অধীনে ৩ মাস থেকে ২ বছর পর্যন্ত জেল হতে পারে। তবে কর ফাঁকি ২৫ লক্ষ টাকার বেশি হলে ৬ মাস থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

প্রসঙ্গত,  এবছর এখনও পর্যন্ত আয়কর বিভাগ করদাতাদের আইটিআর ফাইল করার জন্য ৩১ জুলাই পর্যন্ত সময় দিয়েছিল। এই সময়ে ৬ কোটিরও বেশি মানুষ এই সময়ের মধ্যে আইটিআর দাখিল করেছেন। ৩০ জুলাইয়ের মধ্যে ২৭ লক্ষের বেশি শুধুমাত্র রিটার্ন দাখিল করা হয়েছে।