New Policy Rules: বিমা করার পরেও সেটা বাতিল করে পুরো টাকা ফেরত পাবেন, কতদিন পর বাতিল করা যাবে জানুন
Insurance: এখন পর্যন্ত নিয়ম অনুসারে, আপনি যদি বিমা কিনেন এবং পেমেন্ট করার ১৫ দিনের মধ্যে তা বাতিল করেন, তাহলে অর্থ ফেরত পাবেন। যদি ১৫ দিন পর বাতিল করা হয়, তাহলে কিছু বিমা কোম্পানি আলোচনার ভিত্তিতে কিছু পরিমাণ অর্থ ফেরত দেয়। তবে এটি সম্পূর্ণভাবে কোম্পানির উপর নির্ভর করে যে তারা অর্থ ফেরত দেবে কিনা।
নয়া দিল্লি: চিকিৎসা বিমা হোক বা অন্য কোনও পলিসি- বর্তমান জীবনযাত্রায় খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন শিশু জন্মানোর পরই তার ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিমা করার কথা ভাবেন অভিভাবকেরা। এছাড়া অসুস্থতার সময় যাতে চিন্তা করতে না হয়, সেজন্য চিকিৎসা বিমা তো আমাদের প্রয়োজন হয়ে উঠেছে। তবে অনেক সময়ই বিমা করার পর সেটা চালানো অনেকের পক্ষে কঠিন হয়ে পড়ে। আবার বিমা করার পর মনে হয় সেটিতে যে শর্তাবলী রয়েছে, সেগুলি ঠিক নয়। সেক্ষেত্রে কী করবেন, তা ভেবে পান না অনেকেই। তবে আর চিন্তা নেই। এবার বিমা করার পর টাকা ফেরত পাবেন। আর বিমা বাতিল করার সময়সীমাও বাড়ল। গ্রাহকদের সুবিধা দিতে এমনই প্রস্তাব নিয়ে এসেছে বিমা নিয়ন্ত্রক সংস্থা, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (IRDAI)। বিমা করার কতদিন পর সেটা বাতিল করা যাবে জেনে নিন
এই সুবিধা পাবেন
বিমা খাতে গ্রাহকদের নিরাপত্তা ও সুবিধা দেওয়ার জন্য বিমার টাকা ফেরতের অতিরিক্ত সময় (ফ্রি লুক) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে IRDAI। ‘ফ্রি লুক’ সময়সীমা বাড়িয়ে ৩০ দিন করা হচ্ছে। এটি বিমা গ্রাহকদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও সুবিধা দেবে। অর্থাৎ বিমার শর্তাবলী বুঝতে আরও সময় পাওয়া যাবে। যদি গ্রাহকের কোনও আপত্তি থাকে তাহলে তাঁরা সেটা সংশোধন করতে পারবেন।
আগে কত দিন সময় ছিল?
আগে ‘ফ্রি লুক’ সময়সীমা অর্থাৎ বিমা বাতিলের সময় ছিল ১৫ দিন। সাধারণ মানুষকে চাহিদা অনুযায়ী বিমা বেছে নিতে সুবিধা দিতেই ‘ফ্রি লুক’ সময়সীমা বাড়ানো হল বলে জানিয়েছে IRDAI। এটা গ্রাহককে আরও আত্মবিশ্বাসী করে তুলবে বলেও মনে করে IRDAI।
গ্রাহকের সঙ্গে বোঝাপড়া বাড়বে
‘ফ্রি লুক’ সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ মানুষকে জীবন বিমা করতে আরও উৎসাহিত করবে এবং জনগণ ও তাদের পরিবারকে রক্ষা করতে আরও ইতিবাচক ভূমিকা পালন করতে সহায়তা করবে বলে মনে করে IRDAI। অর্থাৎ এই প্রস্তাব পাস হলে গ্রাহকেরা আরও আস্থা পাবে এবং বিমার প্রয়োজনীয়তা সঠিকভাবে বুঝে সঠিক ব্যবহার করতে পারবে।
বিমার টাকা ফেরত পাওয়া যায়?
এখন পর্যন্ত নিয়ম অনুসারে, আপনি যদি বিমা কিনেন এবং পেমেন্ট করার ১৫ দিনের মধ্যে তা বাতিল করেন, তাহলে অর্থ ফেরত পাবেন। যদি ১৫ দিন পর বাতিল করা হয়, তাহলে কিছু বিমা কোম্পানি আলোচনার ভিত্তিতে কিছু পরিমাণ অর্থ ফেরত দেয়। তবে এটি সম্পূর্ণভাবে কোম্পানির উপর নির্ভর করে যে তারা অর্থ ফেরত দেবে কিনা। নতুন প্রস্তাব পাশ হয়ে গেলে এই সুবিধা ৩০ দিন পর্যন্ত পাওয়া যাবে।