IPL-র নয়া সিজনে নতুন ন্যাশনাল ক্রাশ, সানরাইজার্স হায়দরাবাদের এই ফ্যান-গার্লের সম্পত্তি মাথা ঘুরিয়ে দেবে

Kavya Maran: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচেই হায়দরাবাদের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে এক যুবতীকে। তার নাম কাব্য মারান। সবাই তাঁকে সানরাইজার্স হায়দরাবাদের ফ্যান বলে ভাবলেও, কাব্য মারানের আলাদা একটি পরিচয় রয়েছে। কাব্য সানরাইজার্স হায়দরাবাদের সিইও।

IPL-র নয়া সিজনে নতুন ন্যাশনাল ক্রাশ, সানরাইজার্স হায়দরাবাদের এই ফ্যান-গার্লের সম্পত্তি মাথা ঘুরিয়ে দেবে
কাব্য মারান।Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Apr 01, 2024 | 9:25 AM

নয়া দিল্লি: চলছে আইপিএলের ১৭ তম সিজন। প্রতিবারের মতোই এবারও আইপিএল নিয়ে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনার শেষ নেই। ইতিমধ্যেই ১১টি ম্যাচ হয়ে গিয়েছে। তবে আইপিএলে শুধু খেলাই নয়, প্রতিবারই মাঠে আসা কোনও না কোনও সুন্দরী নজর কাড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। একদিকে যেখানে ৪৯-র প্রীতি জিন্টা দেখিয়েছেন তিনি এখনও কতটা ‘প্রিটি’, সেখানেই নজর কেড়েছে আরেক সুন্দরী তন্বী। সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে কমলা জার্সি পরে দলকে চিয়ার করতে দেখা গিয়েছে। প্রতিটি ম্যাচেই দেখা যাচ্ছে তাঁকে। রাতারাতি ‘ন্যাশনাল ক্রাশ’ হয়ে উঠেছেন তিনি। কে এই যুবতী জানেন?

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচেই হায়দরাবাদের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে এক যুবতীকে। তার নাম কাব্য মারান। সবাই তাঁকে সানরাইজার্স হায়দরাবাদের ফ্যান বলে ভাবলেও, কাব্য মারানের আলাদা একটি পরিচয় রয়েছে। কাব্য সানরাইজার্স হায়দরাবাদের সিইও। দলের মালিকের মেয়েও কাব্য।

১৯৯২ সালের ৬ অগস্ট চেন্নাইয়ে জন্মগ্রহণ করে কাব্য। চেন্নাইয়ের কলেজ থেকে পড়াশোনা শেষের পর ব্রিটেনে এমবিএ করতে যান কাব্য। তাঁর বাবা কালনিথি মারান একাধিক টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র, এফএম স্টেশন, ডিটিএইচ পরিষেবার মালিক। তিনিই সানরাইজার্স হায়দরাবাদের মালিক। কাব্য মারানের বাবার একটি নিজস্ব প্রোডাকশন হাউসও রয়েছে। ২০১০ থেকে ২০১৫ সাল অবধি স্পাইসজেটের অংশীদারিত্ব ছিল কালনিধি মারানের।

কাব্যের সম্পত্তির কথা বলতে গেলে, ২০১৮ সালে কাব্য সানরাইজার্স হায়দরাবাদের সিইও হন। তাঁর সম্পত্তির পরিমাণ ৪০৯ কোটি টাকা। শুধু ব্যবসাই নয়, রাজনীতির সঙ্গেও যোগ রয়েছে কাব্য মারানের পরিবারের। কাব্যের কাকা দয়ানিধি মারান ডিএমকে-র গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তাঁর বাবার সঙ্গেও যোগ রয়েছে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির।