Indian Railways: IRCTC বদলে দিল ট্রেনের টিকিট কাটার নিয়ম, বিশেষ গ্রাহকদের এইভাবে করতে হবে বুকিং
Online Ticket Booking: আইআরসিটিসি জানিয়েছে, এখন থেকে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে হলে গ্রাহকদের নিজেদের মোবাইল নম্বর ও ইমেল আইডি ভেরিফাই করতে হবে।
কাছাকাছি কোথাও হোক বা সুদূর কোনও গন্তব্য, যাতায়াতের ক্ষেত্রে ভারতীয় রেলের (Indian Railway) ওপরই আস্থা রাখেন বেশিরভাগ দেশবাসী। দূরের যাত্রার ক্ষেত্রে রেলই ভরসা সিংহভাগ দেশবাসীর। লাইনে না দাঁড়িয়ে এখন সহজেই অনলাইনে দূরপাল্লার ট্রেনের টিকিট কাটা যায়। ট্রেনের অনলাইন বুকিং পদ্ধতির গোটাটাই সামলায় ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি (IRCTC)। তবে অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়মে বদল এনেছে রেলের আওতাধীন এই সংস্থা। এখন থেকে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে হলে, ব্যবহারকারীদের নিজের অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্ট ভেরিফাই না করা থাকলে অনলাইনে ট্রেনের টিকিট কাটা যাবে না।
আইআরসিটিসি জানিয়েছে, এখন থেকে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে হলে গ্রাহকদের নিজেদের মোবাইল নম্বর ও ইমেল আইডি ভেরিফাই করতে হবে। আইআরসিটিসি মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। যে সব গ্রাহকরা কোভিডের সময় থেকে অ্যাপ অথবা ওয়েবসাইটে ট্রেনের টিকিট কাটেননি তাদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। আপনি যদি দীর্ঘ সময় টিকিট না কেটে থাকেন তবে এই ভেরিফিকেশন বাধ্যতামূলক। কীভাবে ভাবে হবে ভেরিফিকেশন, এক নজরে দেখে নেওয়া যাক…
- আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপের Verification Window-তে যেতে হবে।
- নিজের নথিভুক্ত ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে Verify-তে ক্লিক করতে হবে।
- Verify-তে ক্লিক করার পর মোবাইল নম্বরে ওটিপি পাঠিয়ে দেওয়া হবে। ওটিপি দিলে Verification সম্পন্ন হবে।
- ইমেলের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। এই কাজ শেষ হলেই আগের মতো টিকিট বুক করা যাবে।