Money Withdrawal From PPF Account: পিপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে চান? এই নিয়ম না জানলেই নয়

Money Withdrawal From PPF Account: মেয়াদপূর্তির আগেই পিপিএফ অ্য়াকাউন্ট থেকে অনেকেই টাকা তুলতে চান। সেক্ষেত্রে করের নিয়মটি মাথায় রাখতে হবে।

Money Withdrawal From PPF Account: পিপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে চান? এই নিয়ম না জানলেই নয়
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2023 | 11:46 AM

পিপিএফ অ্য়াকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে কয়েকটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে সাবস্ক্রাইবারদের। অন্যথায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন তাঁরা। তাই টাকা তোলার আগে অ্য়াকাউন্ট সম্পর্কিত করের নিয়মগুলি জেনে নিন। পিপিএফ অ্য়াকাউন্টের মেয়াদ শেষ হওয়ার আগে আংশিক টাকা তোলা যেতেই পারে। তবে সেক্ষেত্রে কর দিতে হবে সাবস্ক্রাইবারদের।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিপিএফ-এ বিনিয়োগ করা বর্তমানে সঞ্চয়ের জন্য একটি ভাল স্কিম। এখানে ২৫ বছরের জন্য বিনিয়োগ করে কোটিপতিও হয়ে যেতে পারেন বিনিয়োগকারীরা। বর্তমানে এই স্কিমে ভাল হারে সুদও দিচ্ছে সরকার। পাশাপাশি এতে কর ছাড়ের সুবিধাও রয়েছে। সেই কারণেই বেশিরভাগ সাধারণ মানুষ এই স্কিমে বিনিয়োগ করতে পছন্দ করেন। এই স্কিমের অধীনে, ৫০০ টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ শুরু করা যেতে পারে। আর বছরে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে।

টাকার তোলার ওপর কর গুনতে হবে

আপনি যদি পিপিএফ অ্যাকাউন্টের মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তুলতে চান, তাহলে আপনাকে কমপক্ষে ৭ বছর অপেক্ষা করতে হবে। এর আগে আপনি টাকা তুলতে পারবেন না কারণ এই স্কিমের লক ইন পিরিয়ড ১৫ বছর। PPF অ্যাকাউন্ট থেকে ৭ বছর পর, আপনি শুধুমাত্র ৫০ শতাংশ টাকা তুলতে পারবেন। কিন্তু বছরে একবারই টাকা তোলা যায়। এই স্কিমে, মেয়াদপূর্তির আগে আপনি যে পরিমাণ টাকা তুলবেন তার উপর আপনাকে কর দিতে হবে।

৭.১ শতাংশ সুদ পাবেন

এই স্কিমের সবচেয়ে বিশেষ বিষয় হল এতে গ্রাহক কিস্তিতে টাকা জমা দিতে পারবেন। গ্রাহক চাইলে, তিনি বছরে একবারে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। এই স্কিমে গ্রাহকদের ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হয়ে থাকে। এই স্কিমের সুবিধা নিতে, আপনি দেশের যে কোনও ব্যাঙ্ক বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে পারেন।