Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LIC: গ্রাহকদের জন্য সুখবর, এবার শুধু জীবন নয়, আপনার স্বাস্থ্যেরও ‘দায়িত্ব’ নেবে LIC

LIC: একটি পরিসংখ্য়ান অনুযায়ী, সংস্থার মোট গ্রাহকের ২৯ কোটি গ্রাহক LIC-এর টার্মড বিমা নিয়ে থাকেন। যার মাধ্যমে মূলত মৃত্যুর পরেও একটা বড় অঙ্কের টাকা পেয়ে থাকেন সেই পলিসিহোল্ডারের পরিবাররা।

LIC: গ্রাহকদের জন্য সুখবর, এবার শুধু জীবন নয়, আপনার স্বাস্থ্যেরও 'দায়িত্ব' নেবে LIC
প্রতীকী ছবিImage Credit source: Getty Image
Follow Us:
| Updated on: Mar 19, 2025 | 12:22 PM

নয়াদিল্লি: ‘আপনার মৃত্যুর পরেও ভাবতে হবে না পরিবারকে’, সাধারণত এই কথাটা ভেবেই জীবন বিমা নিয়ে থাকেন সাধারণ মানুষ। কাল যদি কিছু হিতে বিপরীত হয়ে যায়, সেই সময় ফেলে যাওয়া পরিবারের কাছে নাকি মেরুদণ্ড হয়ে দাঁড়ায় LIC-তে জমানো পুঁজি। তবে শুধুই জীবন বিমা নয়। এটা ছাড়াও আরও নানাবিধ বিনিয়োগ পলিসি লগ্নিকারীদের দিয়ে থাকে দেশের অন্যতম জীবন বিমা সংস্থা LIC।

একটি পরিসংখ্য়ান অনুযায়ী, সংস্থার মোট গ্রাহকের ২৯ কোটি গ্রাহক LIC-এর টার্মড বিমা নিয়ে থাকেন। যার মাধ্যমে মূলত মৃত্যুর পরেও একটা বড় অঙ্কের টাকা পেয়ে থাকেন সেই পলিসিহোল্ডারের পরিবাররা। তবে বছর বছর ধরে মানুষকে এই জীবন বিমা বিক্রি করলেও, এবার নতুন পথে চলার স্বপ্ন দেখছে LIC।

বর্তমান বাজার চাহিদার উপর ভিত্তি করে জীবন বিমার পাশাপাশি স্বাস্থ্য বিমা বিক্রি করতেও নামতে চলেছে তারা। এই প্রসঙ্গে ইতিমধ্যেই মুখ খুলেছে LIC-এর কর্মকর্তা সিদ্ধার্থ মহন্তি। তিনি জানিয়েছেন, ‘খুব শীঘ্রই স্বাস্থ্য বিমা সংস্থার অংশীদারিত্ব নিতে চলেছে সংস্থা। মার্চ মাসের ৩১ তারিখের মধ্যে সম্ভবত স্বাস্থ্য বিমার দুনিয়ায় পা রাখবে LIC। সেই ভিত্তিতে একটি রূপরেখাও তৈরি হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এখনও হয়নি।’

উল্লেখ্য, চলতি অর্থবর্ষে তৃতীয় ত্রৈমাসিকে আয় বেড়েছে জীবন বিমা সংস্থা LIC-এর। জানা গিয়েছে, এই বছর মোট ১১ হাজার ০০৯ কোটি টাকা আয় হয়েছে সংস্থার। গত বছরের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় এই বছর আয় বেড়েছে প্রায় ১৭ শতাংশ। অন্যদিকে, সেই তুলনায় কিন্তু প্রিমিয়ামে আয় কমেছে ৯ শতাংশ। গত অর্থবর্ষে এই আয়ের পরিমাণ ছিল ১ লক্ষ ১৭ হাজার ৪৩২ কোটি টাকা। কিন্তু চলতি অর্থবর্ষে তা এসে ঠেকেছে ১ লক্ষ ৭ হাজার ৩০২ কোটি টাকায়।