Narayan Murthy: ‘৭ টা নয় ৬ টা ২০…’ , পুরো চাকরি জীবনে ওই একই সময়ে Infosys-এর অফিসে পৌঁছতেন নারায়ণ মূর্তি

Narayan Murthy: স্ত্রী সুধা মূর্তির কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়ে সংস্থা শুরু করেছিলেন নারায়ণ মূর্তি। বাকিটা ইতিহাস।

Narayan Murthy: '৭ টা নয় ৬ টা ২০...' , পুরো চাকরি জীবনে ওই একই সময়ে Infosys-এর অফিসে পৌঁছতেন নারায়ণ মূর্তি
নারায়ণ মূর্তি
Follow Us:
| Edited By: | Updated on: Dec 28, 2022 | 7:25 AM

নয়া দিল্লি: বর্তমানে তিন লক্ষের বেশি কর্মী কাজ করেন নারায়ণ মূর্তি ‘ইনফোসিস’ (Infosys)-এ, রেভিনিউ বছরে ১ লক্ষ কোটি। আর সেই সংস্থা যাঁর হাতে তৈরি, সেই নারায়ণ মূর্তি (Narayan Murthy) জানালেন সংস্থার উন্নতিতে জীবনের কতটা সময় ব্যয় করেছেন তিনি। এমনকী নিজের সন্তানদেরও সময় দিতেন না বলে আক্ষেপ করেছেন ইনফোসিস কর্তা। সম্প্রতি ‘মানিকন্ট্রোল’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রোজ সকাল ৬ টা ২০ মিনিটে অফিসে পৌঁছে যেতেন তিনি। স্ত্রী সুধা মূর্তির কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়ে সংস্থা শুরু করেছিলেন নারায়ণ মূর্তি। বাকিটা ইতিহাস।

ওই সাক্ষাৎকারে সঞ্চালিকা বছর ৭৬-এর নারায়ণ মূর্তির সঙ্গে কথা বলার সময় উল্লেখ করেন, তাঁর সাত সকালে অফিস যাওয়ার গল্প সর্বজনবিদিত। ইনফোসিসে সকাল ৭ টায় পৌঁছে যাওয়ার কথা বলতেই, সঞ্চালিকার ভুল ধরিয়ে দেন নারায়ণ মূর্তি, বলেন, ‘৭ টা নয়, ৬ টা ২০’। তিনি জানান, সকাল ৬ টা ২০ মিনিটে অফিসে যাওয়া তাঁর অভ্যাস ছিল। ২০১১-তে অবসর নেওয়ার সময় পর্যন্ত এই সময় মেনে চলেছেন তিনি। কাজ করতেন রাত ৮-৯ টা পর্যন্ত।

ইনফোসিসের কর্ণধারের দাবি, নিজে সময় মেনে চলতেন, যাতে কর্মীদের মধ্যে সময় নিয়ে সচেতনতা তৈরি হয়। তিনি জানান, তাঁর দুই সন্তান রোহন ও অক্ষতাকে সেভাবে সময় দিতে পারতেন না তিনি। সন্তানদের দেখাশোনার পুরো ভারই ছিল স্ত্রী সুধা মূর্তির ওপর। একটি সংস্থা তৈরি করতে কতটা স্বার্থত্যাগ করতে হয়েছে, সেই গল্পই শুনিয়েছেন নারায়ণমূর্তি। তিনি জানান, সন্তানদের পড়াশোনা, পিএইচডি, বিদেশের কলেজের ডিগ্রি সবটাই তাঁর স্ত্রীর জন্য সম্ভব হয়েছে। সময় যে কতটা গুরুত্বপূর্ণ, সে কথা উল্লেখ করেছেন তিনি।

১৯৮১ সালে স্ত্রীর কাছ থেকে ১০ হাজার টাকা ধার করে ইনফোসিস তৈরি করেছিলেন নারায়ণমূর্তি। বর্তমানে ভারতের আইটি ক্ষেত্রে প্রথম সারিতেই আসে ইনফোসিসের নাম। আইটি বিভাগে এই সংস্থায় কাজ করার জন্য উৎসাহী হন অনেকেই।