Ratan Tata: বাজেটে নির্মলার ‘সোনার কাঠি’, তাতেই মালামাল রতন টাটার এই সংস্থা, চড়চড়িয়ে বাড়ল শেয়ার দর

Ratan Tata: বাজেটে সোনা-রূপো নিয়ে বড় ঘোষণা নির্মলার, তাতেই মালামাল টাটার টাইটান। এক ধাক্কায় বড় রেকর্ড শেয়ার দরে। বিএসই-এর তথ্য অনুযায়ী, টাইটানের শেয়ার ৬.৫৩ শতাংশ বেড়ে ৩,৪৬৬.৮৫ টাকায় বন্ধ হয়েছে। প্রতি শেয়ারে একদিনেই বেড়েছে প্রায় ২১২ টাকা।

Ratan Tata: বাজেটে নির্মলার ‘সোনার কাঠি’, তাতেই মালামাল রতন টাটার এই সংস্থা, চড়চড়িয়ে বাড়ল শেয়ার দর
খুশির হাওয়া টাইটান পরিবারে Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Jul 23, 2024 | 8:38 PM

কলকাতা: সামনে এসেছে বহু প্রতীক্ষিত বাজেট। তাতে আম-আদমির আদৌও কোনও উপকার হল কী হল না তা নিয়ে চলছে জোর চাপানউতোর। যদিও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণায় উচ্ছ্বসিত রতন টাটার কোম্পানি। বাজেটে সোনা ও রূপোর আমদানির উপর শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করেছে সরকার। তাতেই খুশির জোয়ার স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে। অর্থমন্ত্রীর ঘোষণার মধ্যেই রতন টাটার অন্যতম প্রিমিয়াম কোম্পানি টাইটানের মার্কেট ক্যাপ ১৯ হাজার কোটি টাকার বেশি পর্যন্ত বাড়তে দেখা গিয়েছে। কোম্পানির শেয়ার দরও বেড়েছে ৭ শতাংশ। রতন টাটার অন্যতম জনপ্রিয় কোম্পানি টাইটান। সেই টাইটানেরই জুয়েলারি ব্র্যান্ড তানিষ্ক।  

এদিন টাইটানের শেয়ারের দামে বড় ঝড় দেখা গিয়েছে। বিএসই-এর তথ্য অনুযায়ী, টাইটানের শেয়ার ৬.৫৩ শতাংশ বেড়ে ৩,৪৬৬.৮৫ টাকায় বন্ধ হয়েছে। প্রতি শেয়ারে একদিনেই বেড়েছে প্রায় ২১২ টাকা। এদিন ট্রেডিং চলাকালীন একসময় তো টাইটানের শেয়ারে ৭.৩০ শতাংশ বৃদ্ধির সঙ্গে একেবারে ৩ হাজার ৪৯০ টাকাতেও পৌঁছে যায়। যখন বাজার খোলে তখন দাম ছিল ৩ হাজার ২৫২ টাকা। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দিনে কোম্পানিটির শেয়ার দর আরও বাড়তে পারে।

তথ্য বলছে, টাইটানের ভ্যালুয়েশন বেড়েছে ১৯ হাজার কোটি টাকারও বেশি। একদিন আগে, টাইটানের মার্কেট ক্যাপ ছিল ২,৮৮,৭৫৭.১৬ কোটি টাকা। যা মঙ্গলবার বেড়ে দাঁড়িয়েছে ৩,০৭,৮৯৭.৫৬ কোটি টাকা। অর্থাৎ, সেই দিক থেকে দেখলে মার্কেট ভ্যালু ১৯ হাজার ১৪০ কোটি টাকারও বেশি বেড়েছে। তাতেই খুশির হাওয়া টাইটান পরিবারে। মুখে হাসি রতন টাটারও।