Online Wallet: ডেডলাইন এই মাসটুকুই, ১ এপ্রিল থেকেই সাসপেন্ড এই Wallet-এর পরিষেবা

Ola Money: এবার আরও একটি অনলাইন পেমেন্ট ওয়ালেট বন্ধ হয়ে যেতে চলেছে। আগামী ১ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে ভারতে বহুল ব্যবহৃত এই পেমেন্ট ওয়ালেটটি। ওলা মানির তরফে ইতিমধ্যেই ওয়ালেট সাসপেন্ড করার ডেডলাইন জানিয়ে দেওয়া হয়েছে। ১ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে ওয়ালেট। কিন্তু কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানেন?

Online Wallet: ডেডলাইন এই মাসটুকুই, ১ এপ্রিল থেকেই সাসপেন্ড এই Wallet-এর পরিষেবা
প্রতীকী ছবিImage Credit source: TV9 Network
Follow Us:
| Updated on: Mar 26, 2024 | 6:30 AM

নয়া দিল্লি: পেটিএম নিয়ে সাম্প্রতিক ইস্যুর জন্য চিন্তায় পড়ে গিয়েছিলেন অনেকেই। রিজার্ভ ব্যাঙ্ক থেকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের পরিষেবা নিষিদ্ধ করার সিদ্ধান্তের পর থেকেই এই উদ্বেগ শুরু হয়েছিল। যদিও পেটিএম এখনও চালু রয়েছে। তবে এসবের মধ্যে এবার আরও একটি অনলাইন পেমেন্ট ওয়ালেট বন্ধ হয়ে যেতে চলেছে। আগামী ১ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে ভারতে বহুল ব্যবহৃত এই পেমেন্ট ওয়ালেটটি। ওলা মানির তরফে ইতিমধ্যেই ওয়ালেট সাসপেন্ড করার ডেডলাইন জানিয়ে দেওয়া হয়েছে। ১ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে ওয়ালেট। কিন্তু কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানেন?

ওলা মানির তরফে জানানো হয়েছে, ১ এপ্রিল থেকে তারা একটি স্মল প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট (PPI) হিসেবে কাজ করবে। অর্থাৎ, এর মানে সমস্ত গ্রাহকদের নতনু করে কেওয়াইসি করতে হবে এবং অন্যদিকে ওলা মানি ওয়ালেট সার্ভিসের লিমিটও কমে যাবে।

ওলা মানির মাসিক লিমিট

ওলা মানির নতুন নীতি অনুযায়ী, গ্রাহকরা প্রতি মাসে স্মল পিপিআই-এর হিসেবে সর্বোচ্চ ১০ হাজার টাকা রাখতে পারবেন। যদি গ্রাহকরা এই পরিষেবা পেতে চান, তাহলে তাঁদের আবার কমপ্লিট কেওয়াইসি করে স্মল পিপিআই-তে রেজিস্টার করতে হবে। যদি গ্রাহকরা তাদের ওয়ালেট বন্ধ করতে চান, তাহলে সেই অপশনও পাবেন তাঁরা। ওয়ালেট বন্ধ করতে হলে কোনও ব্যাঙ্ক ট্রান্সফার ফি ছাড়াই গ্রাহকরা ওয়ালেট থেকে টাকা তুলে নিতে পারবেন। আর যদি গ্রাহকরা কোনও অপশনই না বেছে নেন, তাহলে ১ এপ্রিল থেকে ওয়ালেট সাসপেন্ড হয়ে যাবে।

পিপিআই ওয়ালেট ও ফুল কেওয়াইসি ওয়ালেটের ফারাক কী

ওলা মানি তাদের ওয়ালেট পরিষেবার ক্ষেত্রে বড় পরিবর্তন আনছে। তাই প্রত্যেকের জেনে রাখা দরকার পিপিআই ওয়ালেট ও ফুল কেওয়াইসি ওয়ালেটের মধ্যে ফারাক কোথায়। স্মল পিপিআই ওয়ালেটে আপনি প্রতি মাসে ১০ হাজার টাকা জমা করতে পারেন। ফুল কেওয়াইসি ওয়ালেটে আপনি ২ লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। এছাড়া, স্মল পিপিআই-এর ক্ষেত্রে আপনি এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে ট্রান্সফার করতে পারবেন না। এটি শুধু দোকানে পেমেন্টের সময় ব্যবহার করা যায়। এর মাধ্যমে আপনি অন্য কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকা ট্রান্সফার করতে পারবেন না। কিন্তু ফুল কেওয়াইসি ওয়ালেটে আপনি সেই সুবিধা পেয়ে যাবেন।