Fixed Deposit: ৫ বছরের জন্য FD করে যদি এক বছরেই ভেঙে নেন? কত টাকা ক্ষতি হবে আপনার?
Fixed Deposit: ধরা যাক এফডি-র মেয়াদ ৫ বছর, কিন্তু কোনও কারণে আপনি যদি এক বছর পর তা ভেঙে দেন, তাহলে গ্রাহকের কিছুটা ক্ষতি হবে। ধরুন কেউ পাঁচ বছরের জন্য ১ লক্ষ টাকার এফডি করেছেন এবং এই সময়ের জন্য ব্যাঙ্ক ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে।
নয়া দিল্লি: ‘ফিক্সড ডিপোজিট’ শুধুমাত্র ভাল রিটার্নের গ্যারান্টি দেয় তাই নয়, যদি প্রয়োজন হয় তাহলে মেয়াদপূর্তির আগেও তোলা যেতে পারে টাকা। একে বলা হয় প্রি-ম্যাচিউর উইথড্রয়াল। সময়ের আগে যদি কেউ এফডি ভাঙেন সে ক্ষেত্রে অসুবিধা হতে পারে। কার্যত জরিমানা জিতে হতে পারে ‘ফিক্সড ডিপোজিট’ ভাঙার জন্য।
প্রি-ম্যাচিওর উইথড্র করতে হলে সুদ পাওয়া যায় কম, দিতে হয় জরিমানাও। বিভিন্ন ব্যাঙ্ক আগে টাকা তোলার জন্য আলাদা আলাদা চার্জ নেয়। প্রাপ্ত সুদের ওপর জরিমানা আরোপ করা হয়। সাধারণত ০.৫ শতাংশ থেকে ১ শতাংশ পর্যন্ত চার্জ নেওয়া হয়।
মেয়াদ শেষ করার পর যে হারে সুদ পাওয়া যায়, তাকে বলে বুকড রেট। আর কার্ড রেট মানে হল ব্যাঙ্ক এফডি-তে যে সুদ দিচ্ছে, তা সেই সময়ের জন্য দেওয়া হবে যে সময়ের পরে এফডি ভেঙে যাবে।
পাঁচ বছরের এফডি এক বছরে ভেঙে গেলে কী ক্ষতি হয়?
ধরা যাক এফডি-র মেয়াদ ৫ বছর, কিন্তু কোনও কারণে আপনি যদি এক বছর পর তা ভেঙে দেন, তাহলে গ্রাহকের কিছুটা ক্ষতি হবে। ধরুন কেউ পাঁচ বছরের জন্য ১ লক্ষ টাকার এফডি করেছেন এবং এই সময়ের জন্য ব্যাঙ্ক ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে।
সেই ক্ষেত্রে গ্রাহক যদি এক বছর পর এফডি ভাঙে, তাহলে ৭ শতাংশ সুদ পাবেন না। কার্ডের হার অনুযায়ী গ্রাহককে ৬ শতাংশ সুদ দেওয়া হবে। এখন এই ছয় শতাংশ সুদেও ১ শতাংশ জরিমানা দিতে হবে। এভাবে গ্রাহক মাত্র পাঁচ শতাংশ কার্যকর সুদ পাবেন। যদি পাঁচ বছর পর টাকা তোলা হত, তাহলে বার্ষিক ৭ শতাংশ হারে ৭০০০ টাকা সুদ পাওয়া যেত। প্রি-ম্যাচিওর উইথড্র করা হলে পাওয়া যাবে পাঁচ শতাংশ হারে অর্থাৎ মাত্র ৫০০০ টাকা। অর্থাৎ ১ লক্ষ টাকায় প্রায় ২০০০ টাকার ক্ষতি হতে পারে গ্রাহকের।