Ram Mandir: রাম মন্দির উদ্বোধনের আগে যে জিনিসের দাম বেড়ে হল দ্বিগুণ

Ram Mandir: প্রদীপের জন্য প্রয়োজন মাটি। এর জন্য এক বিশেষ ধরনের প্রদীপ ব্যবহার করা হয়। সে মাটির দামও বেশি। তাই মাটির দামও বেড়েছে অনেক। জানা গিয়েছে, যে মাটি দিয়ে প্রদীপ বানানো হয়, সেটা আসে হরিয়ানার ঝাঁঝর ও বাহাদুরগড় জেলা থেকে।

Ram Mandir: রাম মন্দির উদ্বোধনের আগে যে জিনিসের দাম বেড়ে হল দ্বিগুণ
রাম মন্দিরের উদ্দেশে শুরু পদযাত্রাImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 14, 2024 | 8:30 AM

অযোধ্যা: রাম মন্দির উদ্বোধনের আর মাত্র কয়েকটা দিন বাকি। শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে পুরোদমে। তবে শুধুমাত্র অযোধ্যার মন্দিরে প্রস্তুতি চলছে তাই নয়, সারা দেশেই শুরু হয়েছে তোড়জোড়। ওই দিন ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর কথা বলা হয়েছে। রামের পুজো করার কথাও বলা হচ্ছে। সে কারণেই পুজোর বিভিন্ন উপকরণের চাহিদা বেড়েছে কয়েকগুন। সদ্য শেষ হয়েছে উৎসবের মরসুম। ফলে উপকরণও বাজারে খুব বেশি ছিল না। তাই চাহিদা মেটাতে হয়রান হতে হয়েছে ব্যবসায়ীদের।

বাজারে সাধারণত প্রদীপ তৈরির কাজ শুরু হয় দীপাবলির ৬ মাস আগে থেকে। কারিগররা তার আগেই কাজ শুরু করেন। এই ক্ষেত্রে হঠাৎ চাহিদা বেড়ে গিয়েছে। মাত্র এক মাস অর্ডার আসে তাদের কাছে। ফলে যথেষ্ট প্রস্তুতিও নেই। এখন কারিগরদের গোটা পরিবার সেই কাজ করছে দিন-রাত এক করে। এমন চাহিদার জন্যই প্রদীপের দাম বেড়ে গিয়েছে অনেকটা।

প্রদীপের জন্য প্রয়োজন মাটি। এর জন্য এক বিশেষ ধরনের প্রদীপ ব্যবহার করা হয়। সে মাটির দামও বেশি। তাই মাটির দামও বেড়েছে অনেক। জানা গিয়েছে, যে মাটি দিয়ে প্রদীপ বানানো হয়, সেটা আসে হরিয়ানার ঝাঁঝর ও বাহাদুরগড় জেলা থেকে। এটি হয় মূলত কালো ও হলুদ মাটি। পুকুর ও লেক থেকে নেওয়া হয় কালো মাটি, এর দাম অনেক বেশি। প্রতি বছর এক ট্রলি ভর্তি মাট ৪ থেকে ৬ হাজার টাকা দামে বিক্রি হয়। তবে বর্তমানে সেই মাটির দাম প্রায় দ্বিগুণ। সাধারণত দীপাবলির সময় একজন কারিগরের ৬ ট্রলি মাটি লাগে। কিন্তু এবার রাম মন্দির উদ্বোধনের আগে এক একজন প্রায় ১০ ট্রলি করে মাটি নিচ্ছেন।

আসলে প্রদীপগুলো মূলত বিক্রি হবে মন্দিরের জন্য। এছাড়া বিভিন্ন বাণিজ্যিক সংস্থাও কিনছে এই প্রদীপ। কৈলাশে ইসকন মন্দিরে ওই দিন জ্বালানো হবে এক লক্ষ প্রদীপ। গৌরী শঙ্কর মন্দিরে ৫০০ প্রদীপ, মদনপুর শিব মন্দিরে ১০০০ প্রদীপ জ্বলবে।