Indian Railways, Share Price: হাতে নয়া বরাত, রেলের এই সংস্থা ছুটবে বন্দে ভারতের গতিতে!
RailTel: পর পর ২টো অর্ডার পেয়েছে রেল টেল। আর সেই সঙ্গে বেড়েছে সংস্থার শেয়ারের দামও। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ১৬ কোটি ৮৯ লক্ষ টাকার একটি বরাত পায় সংস্থাটি।

গত ১ সপ্তাহ ধরে ক্রমাগত বেড়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা রেল টেল কর্পোরেশনের শেয়ারের দাম। গত ৭ দিনে শেয়ারের দাম বেড়েছে প্রায় ১৭ শতাংশ। ২৭৮ টাকা থেকে এ শেয়ারের দাম প্রায় ৪৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩২৪ টাকার কাছাকাছি। সম্প্রতি পর পর ২টো অর্ডার পেয়েছে রেল টেল। আর সেই সঙ্গে বেড়েছে সংস্থার শেয়ারের দামও। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ১৬ কোটি ৮৯ লক্ষ টাকার একটি বরাত পায় সংস্থাটি। আর তারপরই ৩ দিন আগেই সংস্থাটি হিন্দুস্থান পেট্রোলিয়ামের কাছ থেকে আরও একটি বরাত পার। আর তারপরই বুলেটের গতি দেখা যায় রেল টেলের শেয়ারে।
রেগুলেটরি ফাইলিংয়ে রেল টেল সংস্থাটি জানিয়েছে তারা হিন্দুস্থান পেট্রোলিয়ামের কাছে ২৫ কোটি ১৫ লক্ষ টাকার একটি বরাত পেয়েছে। সেই বরাতের অধীনে তারা পাঁচ বছরের জন্য মাল্টি প্রোটোকল লেবেল সুইচিং ও ইন্টারনেট লিসড লাইনের মধ্যে লিঙ্ক করার কাজ করবে।
রেল টেল কর্পোরেশনের মার্কেট ক্যাপিটালাইজেশন ১০ হাজার ৫২০ কোটি টাকা। সংস্থার শেয়ার প্রতি আয় ৮.২২। যদিও সংস্থার প্রাইস টু আর্ন রেশিও ৩৯.৮৮ যা এই সেক্টরের গড় পিই-র তুলনায় প্রায় অর্ধেক। সংস্থাটি যদিও এই সংস্থার আয় ও লভ্যাংশ দুইই একটু করে কমেছে শেষ ত্রৈমাসিকে।
মার্চ মাসের ৩ তারিখে এই সংস্থার শেয়ারের দাম ৫২ সপ্তাহের সর্বনিম্নে ঠেকেছিল। তারপর থেকে ধীরে ধীরে বেড়েছে সংস্থার শেয়ারের দাম।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





