IRCTC Tatkal Ticket: রেলের টিকিট বুক করুন এই উপায়ে, মিলবে সিট, রিজার্ভেশনেও থাকবে না সমস্যা
Online Ticket Booking: আপনি যদি পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তবে এই উপায়ে টিকিট কাটুন, সিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।
কলকাতা: কাছাকাছি কোথাও হোক বা সুদূর কোনও গন্তব্য, যাতায়াতের ক্ষেত্রে ভারতীয় রেলের (Indian Railway) ওপরই আস্থা রাখেন বেশিরভাগ দেশবাসী। দূরের যাত্রার ক্ষেত্রে রেলই ভরসা সিংহভাগ দেশবাসীর। আগে ট্রেনের টিকিট কাটার জন্য লম্বা লাইন কাটতে হত, কিন্তু অনলাইনে টিকিট বুকিং (Online Ticket Booking) চালু হওয়ার পর থেকে অনেক সহজেই ট্রেনের টিকিট কাটা যায়। ট্রেনের অনলাইন বুকিং পদ্ধতির গোটাটাই সামলায় ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি (IRCTC)। তবে এই সময়ে অনেকেই তৎকাল টিকিট বুক করেন। তৎকাল কাটলে রিজার্ভেশনের নিশ্চিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। ইতিমধ্যেই জুন মাস পড়ে গিয়েছে, গরমের ছুটিতে অনেকেই পরিবার নিয়ে বাইরে কোথাও ঘুরে যাওয়ার পরিকল্পনা করছেন। সেই কারণে এই সময় টিকিটের চাহিদা অনেকেটাই বেশি থাকে।
আপনি যদি পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তবে এই উপায়ে টিকিট কাটুন, সিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তৎকাল টিকিট কাটার ফর্ম যদি যথাযথভাবে ফিল আপ না করা হয়, তবে আসন পেতে সমস্যা হতে পারে। সেই কারণে একটু সাবধান হয়ে টিকিট কাটার চেষ্টা করলেই সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। যাত্রীদের সুবিধার জন্য ভারতীয় রেল মাস্টারলিস্ট ফিচারের বন্দোবস্ত করেছে। এই পদ্ধতির মাধ্যমে যাত্রীদের বিস্তারিত তথ্য আগেভাগেই ফর্মে পূরণ করে রাখতে পারবেন। সেক্ষেত্রে টিকিট কাটার সময় আর তথ্য পূরণ করতে হবে না। সহজেই আপনার তৎকাল টিকিট নিশ্চিত হবে। এবার দেখে নিন কী উপায়ে তৎকাল টিকিট কাটলে আসন নিশ্চিত হবে।
কোন উপায়ে হবে বুকিং
- প্রথমেই IRCTC ওয়েবসাইটে চলে যেতে হবে।
- এবার ওয়েবসাইটে ঢুকে My Account- ক্লিক করে সেখান থেকে My Profile-এ ঢুকতে হবে।
- এখানে আপনাকে Add / Modify Master List-এর অপশন দেখাবে।
- সেখানে গিয়ে যাত্রীর নাম, জন্ম তারিখ, লিঙ্গ সংক্রান্ত যাবতীয় তথ্য পূরণ করতে হবে।
- তথ্য পূরণের পর এবার Submit-এ ক্লিক করতে হবে। এতেই আপনার মাস্টার লিস্ট তৈরি হয়ে যাবে। তৎকাল টিকিট কাটার সময় My Saved Passenger(s) List থেকে সহজেই তথ্য পূরণ হয়ে যাবে।