AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SAP Growth Summit 2023: প্রযুক্তি দিয়ে অর্থনীতিকে চাঙ্গা করতে এক শক্তিশালী উদ্যোগ এসএপি গ্রোথ সামিট

SAP Growth Summit 2023: ভারতের অর্থনৈতিক বৃদ্ধির প্রতি ক্রমে আস্থা বাড়ছে গোটা বিশ্বের। আর এই বিশ্বব্যাপী আস্থা, ভারতীয় সংস্থাগুলির শক্তিশালী প্রযুক্তি-চালিত ব্যবসায়িক মডেলগুলির সাফল্যকে তুলে ধরছে। এরই মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে ২০২৩ সালের এসএপি গ্রোথ সামিট।

SAP Growth Summit 2023: প্রযুক্তি দিয়ে অর্থনীতিকে চাঙ্গা করতে এক শক্তিশালী উদ্যোগ এসএপি গ্রোথ সামিট
২৭ এপ্রিল ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে ২০২৩ সালের এসএপি গ্রোথ সামিট
| Edited By: | Updated on: Apr 19, 2023 | 7:36 PM
Share

নয়া দিল্লি: বর্তমানে বিশ্বের বেশিরভাগ দেশের অর্থনীতিই কোভিড-১৯ মহামারি, ভূ-রাজনৈতিক উদ্বেগ এবং ব্যাঙ্কিং ক্ষেত্রে অস্থিতিশীলতার কারণে সৃষ্ট আর্থিক মন্থরতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। গোটা বিশ্বের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে অন্যতম উজ্জ্বল স্থান হিসাবে আবির্ভূত হয়েছে ভারত। ভারতের এই শক্তিশালী ম্যাক্রো-ইকোনমিকের মৌলিক বিষয়গুলির উপর ভিত্তি করে বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির দেশ হিসাবে উল্লেখ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ (IMF)। ভারতের অর্থনৈতিক বৃদ্ধির প্রতি ক্রমে আস্থা বাড়ছে গোটা বিশ্বের। আর এই বিশ্বব্যাপী আস্থার কারণে ভারতীয় সংস্থাগুলির শক্তিশালী প্রযুক্তি-চালিত ব্যবসায়িক মডেলগুলির সাফল্য মিলেছে। এরই মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে ২০২৩ সালের এসএপি গ্রোথ সামিট (SAP Growth Summit)

২৭ এপ্রিল ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে ২০২৩ সালের এসএপি গ্রোথ সামিট । অত্যাধুনিক ক্লাউড প্রযুক্তি এবং লাভ, পরিধি এবং ঘুরে দাঁড়ানোর ক্ষমতার প্রেক্ষিতে টেকসই এবং পরিমাপযোগ্য বৃদ্ধির বাস্তব উদাহরণের মাধ্যমে ব্যবসা এবং প্রযুক্তি ক্ষেত্রের নেতাদের অনুপ্রাণিত এবং ক্ষমতায়ন করাই এই শীর্ষ সম্মেলনের লক্ষ্য। এই শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখবেন, রাজস্থান ব্যারিটিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অভিষেক সিংভি, ফিউচার টুডে ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা তথা সিইও অ্যামি ওয়েব, এসএপি এশিয়া প্যাসিফিক জাপানের প্রেসিডেন্ট পল ম্যারিয়ট এবং এসএপি এসই-র এক্সিকিউটিভ বোর্ডের সদস্য জুলিয়া হোয়াইট।

ভারতের প্রবৃদ্ধির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল ব্যবসায়িক ক্ষেত্রে উদীয়মান চ্যালেঞ্জ এবং অনিশ্চয়তার জন্য ভারতীয় সংস্থাগুলির, বিশেষ করে মাঝারি আকারের সংস্থাগুলির আগাম প্রস্তুতি নেওয়ার ক্ষমতা। তবে, ২০২৩ সালের পরিস্থিতিকে মাথায় রেখে আরও দূরদর্শিতার পরিচয় দিতে হবে। সে ক্ষেত্রে এন্টারপ্রাইজ সফ্টওয়্যার সমাধানের ক্ষেত্রে বিশ্বের অন্যতম এগিয়ে থাকা সংস্থা এসএপি। এই সংস্থা তাদের ব্যবসা ভবিষ্যতের জন্য তৈরি রাখার বিষয়ে সর্বদা অগ্রণী। ভারতীয় ব্যবসায়িক উদ্যোগগুলিকে সহায়তা করার চেষ্টায়, এই সফ্টওয়্যার সংস্থা ক্লাউড ইআরপির সর্বশেষ সংস্করণ ঘোষণা করেছে। এই ক্লাউড ইআরপিতে বিশেষভাবে তৈরি করা হয়েছে মাঝারি আকারের সংস্থাগুলির চাহিদা মেটানোর জন্য। এসএপি-র গ্রোথ সামিটে এসএপি-র সিনিয়র নেতাদের সঙ্গে পাবলিক ক্লাউডে সফল হওয়া কোনও মাঝারি আকারের ভারতীয় সংস্থার সিইও উপস্থিত থাকবেন।