Privatization: শীঘ্রই সরকারি থেকে বেসরকারি হচ্ছে SBI-ONGC? অর্থমন্ত্রী বলছেন, ‘সরকারের কোনও সমস্যা নেই’
Privatization: দেশের বৃহত্তম রাষ্ট্রয়াত্ত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) এবং দেশের অন্যতম বড় সরকারি সংস্থা তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন (ওএনজিসি)। সাম্প্রতিক সময়ে শেয়ার বাজারে দুই সংস্থাকেই ভাল পারফর্ম করতে দেখা গিয়েছে।
কলকাতা: এসবিআই এবং ওএনজিসির মতো বড় সরকারি সংস্থাগুলির বেসরকারিকরণ নিয়ে সরকারের কোনও সমস্যা নেই। সরকার সব সময় নতুন বিষয়ে আগ্রহী। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে এ কথা বলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তা নিয়েই জোর চর্চা নানা মহলে। প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলিতে, সরকার তার অনেক সংস্থার অংশীদারিত্ব বিক্রি করেছে। এয়ার ইন্ডিয়ার নিয়ন্ত্রণকারী শেয়ার বিক্রি করেছে টাটা গ্রুপের কাছে। যা আক্রমণও শানিয়েছে বিরোধীরা। কেন সরকারি সংস্থাগুলির বেসরকারিকরণের দরজা খুলে দেওয়া হচ্ছে সেই প্রশ্নও উঠেছে বারবার। যদিও সরকারি দাবি, এতে দিনের শেষে ভারতীয় অর্থনীতির ভীতই আরও শক্ত হবে। যদিও বিরোধীদের দাবি, এতে আদপে বঞ্চিত হবে সমাজের প্রান্তিক শ্রেণির মানুষেরাই।
এদিকে দেশের বৃহত্তম রাষ্ট্রয়াত্ত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) এবং দেশের অন্যতম বড় সরকারি সংস্থা তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন (ওএনজিসি)। সাম্প্রতিক সময়ে শেয়ার বাজারে দুই সংস্থাকেই ভাল পারফর্ম করতে দেখা গিয়েছে। নির্মলার দাবি, অচিরে যদি সুযোগ তৈরি হয় তাহলে দুই সংস্থায় সরকারি বিনিয়োগ কমিয়ে আনতে বা বন্ধ করতে সরকারের কোনও সমস্যা নেই। যদিও তাঁর দাবি, গুরুত্বপূর্ণ পাবলিক সেক্টর কোম্পানিগুলিতে ৪৯ শতাংশ বা তার কিছু স্টক ধরের রাথার পক্ষে রয়েছে সরকার। কিন্তু, সুযোগ এলে বেসরকারিকরণের দরজা আরও বেশি খুলে খুলে রাখতে কোনও সমস্যা নেই। বাজেট পেশের পরপরই তাঁর এ মন্তব্যে নতুন করে চাপানউতোর শুরু হয়ে গিয়েছে দেশের বাণিজ্য মহলে।
নির্মলা সীতারমণ বলছেন ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট (ডিআইপিএএম) ধীরে ধীরে অনেক সরকারি কোম্পানির শেয়ার বাজারে ছেড়েছে। যাতে বেসরকারি কোম্পানি এবং খুচরা বিনিয়োগকারীরা এই শেয়ারগুলি কিনতে পারেন। বাজেটে বেসরকারিকরণ থেকে ৫০,০০০ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্র নিয়েছে সরকার। তারপর থেকেই একাধিক বড়সড় রাষ্ট্রয়াত্ব সংস্থার বেসরকারিকরণ নিয়ে জল্পনা আরও বেড়েছে।