Share Market: ‘ট্রাম্পের ভয়ে’ ফের ‘লেজ গোটাচ্ছে’ দালাল স্ট্রিট, এক দিনে কতটা ক্ষতি হল জানেন?
Share Market: কিন্তু এতদিন শান্ত থাকার পর হঠাৎ করে আবার কোন রোগ হল শেয়ার বাজারের? জানা গিয়েছে, ট্রাম্পের নতুন হুঙ্কারেই ভয় পেয়েছে দালাল স্ট্রিট। আর তাতেই এই অবস্থা।

কলকাতা: গত এক-দেড় সপ্তাহের স্থিতিশীলতার পর বুধবার নতুন করে ‘ভয় দেখাল’ শেয়ার বাজার। এদিন প্রায় ৭২৮ পয়েন্ট পড়ে সেনসেক্স এসে দাঁড়াল ৭৭ হাজার ২৮৮ পয়েন্টে। সেনসেক্সের মতো মাথা ঝোঁকাতে দেখা গেল নিফটি৫০-কেও। বুধবার গোটা দিনে এই সূচকটি ১৮১ পয়েন্ট পড়ে এসে ঠেকল ২৩ হাজার ৪৮৬ পয়েন্টে। একই ভাবে পতন হল Smallcap ও Midcap ইনডেক্সেও।
কিন্তু এতদিন শান্ত থাকার পর হঠাৎ করে আবার কোন রোগ হল শেয়ার বাজারের? জানা গিয়েছে, ট্রাম্পের নতুন হুঙ্কারেই ভয় পেয়েছে দালাল স্ট্রিট। আর তাতেই এই অবস্থা। সোমবার মার্কিন সংবাদমাধ্য়মকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, আগামী ২ এপ্রিল থেকে নির্দিষ্ট কিছু দেশের উপর অটোমোবাইল শুল্ক চাপাতে চলেছেন তিনি। পাশাপাশি, তাঁর আরও দাবি, ভেনেজুয়েলা থেকে কোনও দেশ খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস কিনলে, তাদের উপরেও ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপাবে আমেরিকা।
প্রেসিডেন্টের এই নতুন হুঙ্কারের পরেই শঙ্কা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতীয় শেয়ার বাজারে? কিন্তু ভেনেজুয়েলার সঙ্গে ভারতের সম্পর্কটা কী? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, তেল ও প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে ভারতের অন্যতম বাণিজ্যসঙ্গী এই দক্ষিণ আমেরিকার দেশটি। একটি রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলার থেকে খনিজ তেল কেনার নিরিখে তালিকায় সবার উপরে ছিল ভারত।
নতুন ঝড়ে কতটা প্রভাব পড়বে?
বিশেষজ্ঞদের দাবি, ট্রাম্পের এই নতুন শুল্ক-হুঙ্কারে কিছুটা হলেও ধুঁকতে চলেছে ব্যাঙ্কিং ও ফিনান্স সেক্টরের স্টকগুলি। তবে সেই শঙ্কার মাঝেও এদিন নিফটি৫০তে দেখা গেল, ‘বিতর্কে জড়ানো’ ইন্ডাসইন্ড ব্যাঙ্কের ৩ শতাংশ উত্থান।
শঙ্কার আবহেও বিনিয়োগকারীদের ‘খুশির খবর’ দিয়েছে ট্যুরিজম ফিনান্স কর্পোরেশন। এছাড়াও, দাম বেড়েছে কাপ্রি গ্লোবাল ক্যাপিটাল, জেনাস পেপার অ্যান্ড বোর্ডস, পিল ইটালিকা লাইফস্টাইল, লুম্যাক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের।





