WITT 2025: ‘পায়ের নীচেই আসল সম্পদ’ WITT অনুষ্ঠানে যোগ দিয়ে বার্তা অনিল আগরওয়ালের
WITT 2025: অনিল আগরওয়াল জানান, এই ভূপৃষ্ঠে যেমন চাষাবাদ হয়, তেমনই এর তলদেশেই রয়েছে আসল সম্পদ। অর্থাৎ খনিজ সম্পদ।

নয়াদিল্লি: শনিবারের বারবেলায় কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি Tv9 নেটওয়ার্ক আয়োজিত ‘What India Thinks Today’ অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেল দেশের বড় বড় শিল্পপতি ও ব্যবসায়ীদেরও। এদিন এই অনুষ্ঠানে যোগ দিয়ে মুখোমুখি সাক্ষাৎকারে বসলেন ‘ভেদান্ত রিসোর্স’-এর চেয়ারম্যান তথা কর্ণধার অনিল আগরওয়াল। দেশের বাণিজ্যিক উত্থান-সহ একাধিক বিষয় নিয়ে মুখ খুলতে দেখা যায় তাঁকে।
মাটির তলাতেই রয়েছে আসল সম্পদ
অনিল আগরওয়াল জানান, এই ভূপৃষ্ঠে যেমন চাষাবাদ হয়, তেমনই এর তলদেশেই রয়েছে আসল সম্পদ। অর্থাৎ খনিজ সম্পদ। তাঁর আরও দাবি, এই বিশ্বের ৬০ শতাংশ চাহিদাপূর্ণ খনিজের খোঁজ মেলে ভারতেই। গত ৪০ বছর ধরে ভেদান্ত রিসোর্সকে কাজে লাগিয়ে সেই সম্পদ তুলে আনার কাজ চালাচ্ছি আমরা।
খনিজ সম্পদে মালামাল হচ্ছে ইউরোপ ও আমেরিকা
সাক্ষাৎকারে অনিল আগরওয়াল জানান, ‘বর্তমান সময়ে দাঁড়িয়েও ইউরোপ ও আমেরিকা, মাটির তলায় লুকিয়ে থাকা খনিজ সম্পদ বের করে আনতে বাড়তি জোর দিচ্ছে। আজ ওরা এত ধনী তার অন্যতম কারণই ওদের মাটির নীচে থাকা খনিজ সম্পদ।’ তিনি আরও বলেন, ‘ঠিক যেমন ভাবে আমাদের শরীরে অস্ত্রপচার হয়। খনিজ সম্পদ তোলার ব্যাপারটাও একই রকম। এখন তো সরকারও নতুন ব্যবসায়ীদের খনন কাজে নামার জন্য ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে।’





