WITT 2025: বিহারে কি জোট বদলাচ্ছে বিজেপি? ক্ষমতায় আসবে কে? সমীকরণ বোঝালেন ভূপেন্দ্র যাদব
Bihar Assembly Election: মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের স্বাস্থ্য নিয়ে বিরোধী দলগুলির ক্রমাগত আক্রমণের প্রসঙ্গে ভূপেন্দ্র যাদব বলেন, "রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) যাই করুক না কেন, কেউ তাদের কথা বিশ্বাস করে না। নীতীশ কুমার একজন অত্যন্ত সম্মানিত নেতা।"

নয়া দিল্লি: আর কয়েক মাস পরই বিহারে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই রাজনৈতিক চাপান-উতোর তৈরি হচ্ছে। বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বিরোধী দলগুলি এবার নিশানা বানিয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের স্বাস্থ্যকে। লাগাতার আক্রমণ চলছে। সব মিলিয়ে এখন বিহারের কী রাজনৈতিক চিত্র, কেমন ভোট প্রস্তুতি চলছে, তা নিয়েই কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব।
টিভি৯ নেটওয়ার্কের আয়োজিত হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে কনক্লেভে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, “বিজেপি এনডিএ জোটসঙ্গীদের সঙ্গেই মিলে লড়াই করবে। সবকা সাথ সবকা বিকাশ-কথাটির অর্থ হল যারা এনডিএ (NDA)-এর সঙ্গে আছেন, তারা সকলের সঙ্গেই রয়েছেন।”
তিনি আরও বলেন, “আমরা আমাদের বন্ধুদের সঙ্গে হাঁটছি। আমরা তাদের সঙ্গে নিয়েই এগিয়ে যাব। জেডিইউ-র সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। বিজেপি জোটে বিশ্বাস করে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে চলি। যেকোনও বড় কিছু করার পিছনে, আমাদের দেশকে বড় করার চিন্তাভাবনা থাকে। দেশের উন্নয়নই বিজেপির লক্ষ্য।”
মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের স্বাস্থ্য নিয়ে বিরোধী দলগুলির ক্রমাগত আক্রমণের প্রসঙ্গে ভূপেন্দ্র যাদব বলেন, “রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) যাই করুক না কেন, কেউ তাদের কথা বিশ্বাস করে না। নীতীশ কুমার একজন অত্যন্ত সম্মানিত নেতা, আমরা তাঁকে সম্পূর্ণ সম্মান করি। ধর্মের ভিত্তিতে বিহারে কোনও বিভাজন নেই। কোনও বিজেপি নেতা কোনও ধর্ম সম্পর্কে কিছু বলেন না।”
তিনি আরও বলেন, “আমি যখন সম্প্রতি বিহারে গিয়েছিলাম, তখন তারা বলছিল যে আরজেডি থাকলে বিহারে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না, তখন আমি বলেছিলাম যে বিজেপিই ক্ষমতায়। আপনারা দেখুন আমরা কোথা থেকে আসছি। আমরা দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছি।”
বিহারে কাজ করতে পারা আমার সৌভাগ্য, এমনটাই উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী। ভূপেন্দ্র যাদব বলেন, “এটা আমার সৌভাগ্য যে দল আমাকে বিহারে কাজ করার সুযোগ দিয়েছে। আমি ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত বিহারে ধারাবাহিকভাবে দলের দায়িত্বে ছিলাম। আমি নিজেকে ভাগ্যবানও মনে করি যে বিহারের মতো রাজনৈতিকভাবে সচেতন রাজ্যে একটি সংগঠন হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। আমি নিজেকে বিহারের চেয়েও বেশি ভাগ্যবান মনে করি যে বিহারের মাটি আমাকে এর সঙ্গে থাকা এবং কাজ করার সুযোগ দিয়েছে।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি যে বিহারে দুটি মতাদর্শের মধ্যে সরাসরি লড়াই চলছে। একটি মতাদর্শ বিহারকে খাদে ফেলে দিতে চায়, বিহারকে বর্ণের ভিত্তিতে ভাগ করতে চায়, বিহারে বিভ্রান্তি ছড়াতে চায় এবং মানুষকে লড়াইয়ে বাধ্য করতে চায়। অন্যদিকে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এনডিএ-র জোটসঙ্গীদের নিয়ে উন্নয়নের পথে এগিয়ে যেতে চায়। বিহারকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য আমরা এনডিএ-র জোটসঙ্গীদের নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।”





