WITT 2025: কার ডাকে ভারতে এসেছিলেন বাবর? সপা নেতার ‘বিতর্কিত’ মন্তব্য নিয়ে মুখ খুললেন ভূপেন্দ্র যাদব
WITT 2025: বিজেপির সাংগঠনিক অবস্থান, পরপর তিনটি রাজ্য মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও ওড়িশায় বিরাট জয়, ভারত-আমেরিকা সম্পর্ক, অনুষ্ঠানে যোগ দিয়ে একাধিক বিষয় নিয়েই মুখ খুলতে দেখা যায় তাঁকে।

নয়াদিল্লি: দ্বিতীয় দিনে পা দিয়েছে TV9 নেটওয়ার্কের আয়োজিত অনুষ্ঠান ‘What India Thinks Today’। চলতি বছরের অনুষ্ঠানে গতকাল অর্থাৎ শুক্রবার এসে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবারও, এই অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা গিয়েছে, বহু ‘হেভিওয়েট’দের।
শনিবারের বারবেলা TV9 নেটওয়ার্কের এই অনুষ্ঠানে হাজির হন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, জি কিষান রেড্ডি-সহ আরও বহু মন্ত্রিসভার সদস্যরা। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবও।
বিজেপির সাংগঠনিক অবস্থান, পরপর তিনটি রাজ্য মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও ওড়িশায় বিরাট জয়, ভারত-আমেরিকা সম্পর্ক, অনুষ্ঠানে যোগ দিয়ে একাধিক বিষয় নিয়েই মুখ খুলতে দেখা যায় তাঁকে। এছাড়াও, সম্প্রতি সমাজবাদী পার্টির নেতার রাজপুত সম্রাট ‘রানা সাঙ্গা’কে নিয়ে করা বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুলতে দেখা যায় তাঁকে।
ভূপেন্দ্র যাদব বলেন, ‘রানা সাঙ্গা নিয়ে সমাজবাদী পার্টির নেতার করা মন্তব্য একেবারেই ভুল। ওই রাজপুত সম্রাট একাধিক যুদ্ধে লড়াই চালিয়েছিলেন। আমরা সর্বদাই তার সাহসিকতার প্রশংসা করি। কংগ্রেস এই প্রসঙ্গে একটা শব্দও খরচ করেনি। যাদের ইতিহাস নিয়ে কোনও জ্ঞান নেই, তাদের উচিত এই প্রসঙ্গে মুখ বন্ধ করে রাখা।’
কী এই নতুন বিতর্ক?
বিতর্কের সূত্রপাত সমাজবাদী পার্টির সাংসদ রামজি লাল সুমনের মন্তব্যে। সংসদে দাঁড়িয়ে বিজেপি আক্রমণ করে তিনি বলেন, ‘আপনারা রানা সাঙ্গার বংশোধর। যিনি একজন বিশ্বাসঘাতক। তিনিই ইব্রাহিম লোধিকে হারানোর জন্য বাবরকে ভারতে ডেকে এনেছিল।’
শনিবারের বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী সাম্প্রদায়িক কারণের মানুষের মধ্য়ে তৈরি হওয়া বিবাদ নিয়ে বলেন, ‘সামান্য রোগ, ছোট বিবাদ, অল্প ঋণ, বড় হওয়ার আগেই শেষ করে দেওয়া উচিত। এটাই জীবনে শান্তি আনবে।’





